বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের

পুরান ঢাকায় সংস্কার আনবেন ইশরাক

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকায় সংস্কার আনবেন ইশরাক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, মেয়র নির্বাচিত হলে পুরান ঢাকার ঐতিহ্য বজায় রেখেই আদি ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে সংস্কার করব। পুরান ঢাকা আমার অস্তিত্ব। আমার মরহুম বাবা সাদেক হোসেন খোকার ছায়া দেখতে পাই পুরান ঢাকায়। ঢাকা সিটি দক্ষিণের জনগণ আমাকে নির্বাচিত করলে নগর সরকারের আদলে একটি বাসযোগ্য ও দূষণমুক্ত নগরী উপহার দেব। এ ছাড়া জলাবদ্ধতা, নিরাপদ পানি সরবরাহ, যানজটসহ নানা নাগরিক সমস্যা সমাধানের বিষয়ও প্রাধান্য পাবে। রাজধানীর বিভিন্ন স্থানে গতকাল গণসংযোগকালে তিনি আরও বলেন, ‘নির্বাচিত হলে দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই মশা নিধনে ব্যাপকভিত্তিক কাজ শুরু করব। পাশাপাশি জলাবদ্ধতা, যানজট ও মাদক সমস্যাকে প্রাধান্য দিয়ে ১০০ দিনের পরিকল্পনা ঘোষণা করব। পরে নগর পরিকল্পনাবিদদের নিয়ে ঢাকার সংকট নিরসনে বুদ্ধিজীবী, বিশেষজ্ঞ আর অভিজ্ঞদের মতামতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেব। ভোটারদের কাছে দেওয়া এসব প্রতিশ্রুতি আমার নির্বাচনী ইশতেহারেও থাকছে।’ দিনভর ধানমন্ডি ১৫ নম্বর জিগাতলা হয়ে রায়েরবাজার, হাজারীবাগ, লালবাগের অংশবিশেষ, সায়েন্স ল্যাবরেটরি, সেন্ট্রাল রোড, হাতিরপুল, এলিফ্যান্ট রোড, নীলক্ষেত এলাকায় গণসংযোগ করেন তিনি। ইশরাক বলেন, ঢাকাবাসী গত ১৩ বছর উন্নয়নের অনেক বড় বড় বুলি শুনেছে। কিন্তু বাস্তবে এর কোনোটিই হয়নি। বরং সারাবিশ্বে এই শহর দূষণের নগরীর তালিকায় এক নম্বরে রয়েছে। ঢাকার ঐতিহ্য ফিরিয়ে আনা এবং নাগরিকদের সেবাদান বিএনপির পক্ষেই সম্ভব। আমরাই পারব ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে। তিনি অভিযোগ করে বলেন, সন্ত্রাসীরা অনেক জায়গায় ধানের শীষের  পোস্টার লাগাতে বাধা দিচ্ছে। বিভিন্ন স্থানে লাগানো পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। এসব বিষয়ে নির্বাচন কমিশনে আমরা প্রতিদিনই অভিযোগ করছি। কিন্তু কমিশনের দিক থেকে কোনো উদ্যোগ দেখছি না। এটা লেভেল প্লেয়িং ফিল্ডের নমুনা হতে পারে না। গতকাল বেলা ১টায় ধানমন্ডি বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে নির্বাচনী প্রচারণা শুরুর আগে তিনি এসব কথা বলেন। এ সময় অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, অ্যাডভোকেট শিমুল বিশ্বাস, অ্যাডভোকেট আবদুস সালাম, সুলতান সালাউদ্দিন টুকু, শহীদুল ইসলাম বাবুল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনসহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হাজারীবাগের পথসভায় বলেন, ‘হাজারীবাগ মহানগরীর অধীন হলেও এ এলাকার মানুষ আধুনিক সুযোগ সুবিধা পাচ্ছে না। আমরা নির্বাচিত হলে অল্প সময়ের মধ্যে এলাকাভিত্তিক সমস্যা চিহ্নিত করে তা দ্রুত নিরসন করব। সাধারণ নাগরিকদের সুখ-দুঃখে পাশে থাকব। আধুনিক ঢাকার সঙ্গে তাল মিলিয়ে হাজারীবাগের উন্নয়ন করা হবে। এ এলাকায় বিরাজমান সমস্যা দূরীকরণ, বায়ুদূষণসহ পরিবেশ উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।’ আগামী ৩০ জানুয়ারি সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সম্পর্কিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইশরাক হোসেন বলেন, অবশ্যই নির্বাচন কমিশনকে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। মুসলমানদের ঈদের দিন এমন একটি আয়োজন হলে আমাদেরও খারাপ লাগত। তবে যেহেতু বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে, তাই এ ব্যাপার নিয়ে চূড়ান্ত কোনো মন্তব্য করতে চাই না।

সর্বশেষ খবর