বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

গণতন্ত্র এখন কোটিপতির গণতন্ত্র

নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্র এখন কোটিপতির গণতন্ত্র

সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক বলেছেন, ‘ঢাকা সিটি করপোরেশনের বড় দুই দলের মেয়র প্রার্থীদের একজন ছাড়া কারও রাজনৈতিক অভিজ্ঞতা নেই। তাদের মধ্যে কমন বিষয় হলো তারা কোটিপতি। আমাদের আজকের গণতন্ত্র কোটিপতির গণতন্ত্র।’ গতকাল এক গোলটেবিল সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘অবাধ ও স্বচ্ছ নির্বাচনে বিশ্বব্যাপী ইভিএম প্রত্যাখ্যান এবং বাংলাদেশের অভিজ্ঞতা’ শীর্ষক এ গোলটেবিল আলোচনার আয়োজন করে স্বাধীনতা অধিকার আন্দোলন। সভায় প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। আয়োজক সংগঠনের সভাপতি কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, স্বাধীনতা অধিকার আন্দোলনের উপদেষ্টা ড. শেখ ফরিদুল ইসলাম প্রমুখ এতে বক্তব্য রাখেন। শাহদীন মালিক বলেন, ‘বাংলাদেশে সৎপথে কোটি টাকা আয় করা সম্ভব নয়। কোটিপতিদের নির্বাচনে গরিবদের দুঃখ নিয়ে কথা বলা অনেক সহজ। তবে এই দুঃখ-দুর্দশা তাদের গায়ে লাগে না। এ কারণে আমরা কোটিপতিদের প্রতারণামূলক নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি আর দেশে গণতন্ত্রহীনতা, কর্মহীনতা বাড়ছে।’ তিনি বলেন, ‘ইভিএম চাইছে কে? সরকার ও নির্বাচন কমিশন। এর পেছনে কোনো সৎ উদ্দেশ্য নেই। তারা নির্বাচন সামনে এলেই নতুন নতুন পদ্ধতি নিয়ে আসেন। এ পদ্ধতি নিয়ে দিন দিন সংশয় বাড়ছে। ফলে এটা ব্যবহার করা হলে ভোটারদের উপস্থিতি খুব কম হবে। তাহলে প্রতারণা করা সহজ হয়। আসলে ভোট বানচালের জন্যই ইভিএম ব্যবহার করতে চাইছে। ভোটাধিকার হরণ ও ভোট দেওয়া থেকে বিরত রাখতে ইভিএম ব্যবহার করার উদ্যোগ নিয়েছে সরকার ও নির্বাচন কমিশন।’

সর্বশেষ খবর