শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

এখন ধানের শীষের জোয়ার : ইশরাক

নিজস্ব প্রতিবেদক

এখন ধানের শীষের জোয়ার : ইশরাক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অভিযোগ করেছেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে সরকার নতুন ষড়যন্ত্র শুরু করেছে। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা হয়নি। দুদক ২০০৮ সালে সম্পদের বিবরণী চেয়ে যে নোটিস দিয়েছে তার জবাব না দেওয়ায় মামলা হয়েছে।’ গতকাল যাত্রাবাড়ী থানার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এসব কথা বলেন। সকাল সাড়ে ১০টায় দয়াগঞ্জ ব্রিজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে ইশরাক যাত্রাবাড়ী চৌরাস্তা, উত্তর যাত্রাবাড়ী, ৪৮ নম্বর ওয়ার্ড শহীদ জিয়া স্কুল, ধলপুর রোড, সুতি খালপাড়, কাজলা মেইন রোড, ডেমরা রোড, ভাঙ্গা প্রেস, বাঁশপট্টি, শেখদী চৌরাস্তা, শনিরআখড়া, মৃধাবাড়ী ক্যানেল রোড হয়ে কোনাপাড়া এসে যাত্রাবিরতি করেন। ৪০ মিনিটের বিরতি শেষে কোনাপাড়া মুরগির ফার্ম এলাকা হয়ে কদমতলার নিমতলীতে পথসভা করেন ইশরাক হোসেন। সেখান থেকে মোসলেমনগর হয়ে আমান সিটি, মাতুয়াইল মেডিকেল রোড, লতিফ ভূঁইয়া কলেজ, মাতুয়াইল কবরস্থানসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। অন্যান্যের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্মমহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, ফজলুল হক মিলন, সাবেক এমপি মাসুদ অরুণ, ঢাকা মহানগরী বিএনপি নেতা নবীউল্লাহ নবী, এস এম জিলানী, তানভির আহমেদ রবিন, শরিফ হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী গণসংযোগে অংশ নেন। গণসংযোগে ‘ঢাকার ছেলে ইশরাক ভাই, ধানের শীষে ভোট চাই’, ‘মাগো তোমার একটি ভোটে, খালেদা জিয়া মুক্তি পাবে’, ‘আসছে দেশে শুভ দিন, ধানের শীষে ভোট দিন’, ‘ইশরাক ভাই ভালো লোক, ধানের শীষে দেব ভোট’ ইত্যাদি স্লোগানে সমগ্র এলাকা মুখরিত হয়ে ওঠে। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে নারী-পুরুষসহ নানা শ্রেণি-পেশার মানুষ হাত তুলে, অনেককে উঁচু দালানের ছাদে, বারান্দায় দাঁড়িয়ে করতালি দিয়ে ধানের শীষের পক্ষে সমর্থন দিতে দেখা যায়। বিভিন্ন এলাকায় নারী ভোটাররা দল বেঁধে ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেনকে ফুলের পাপড়ি ছিটিয়ে স্বাগত জানান। উত্তর যাত্রাবাড়ীতে রিকশাচালক ফজলু মিয়া রাস্তার পাশে রিকশা রেখে জনস্রোত ডিঙিয়ে ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেনের হাত জড়িয়ে ধরেন। তিনি ইশরাকের মাথায় হাত বুলিয়ে ধানের শীষের বিজয় কামনা করেন। এ ছাড়া বিভিন্ন স্থানে রিকশা, ভ্যানচালকসহ খেটে খাওয়া শ্রমজীবী মানুষ গণসংযোগে অংশ নেন। ইশরাক হোসেনও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন। নির্বাচিত হলে কোন কোন বিষয়কে অগ্রাধিকার দেবেন- সাংবাদিকদের এমন প্রশ্নে ইশরাক হোসেন বলেন, ‘সরকারের অদূরদর্শিতা, অবহেলা আর দুর্নীতির কারণে বিগত বছরগুলোয় ডেঙ্গু মশার প্রকোপ মহামারী আকার ধারণ করেছে। তাই আসন্ন বর্ষা মৌসুম শুরুর আগে এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নেওয়াই হবে আমার প্রথম কাজ। এ ছাড়া ঢাকা সারা বিশ্বে বায়ুদূষণের নগরীর তালিকায় এক নম্বরে রয়েছে। বিশেষজ্ঞদের মতামত নিয়ে স্বল্পসময়ের মধ্যে বায়ুদূষণ রোধে কর্মসূচি প্রণয়ন করে ঢাকাকে বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে। যানজট একটি গুরুতর সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এ সমস্যায় জাতিকে বছরে ৩৬ হাজার কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে। তাই গণপরিবহন যাতে নির্বিঘ্নে চলতে পারে সে ব্যাপারে ব্যবস্থা নেব। যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানো-নামানো বন্ধ এবং যাত্রীদের সুবিধার্থে নিকট দূরত্বে বাস স্টপেজ স্থাপন করব। জলাবদ্ধতা নিরসনসহ নতুন এলাকাগুলোকে নিয়ে একটি মাস্টারপ্ল্যান তৈরিরও পরিকল্পনা রয়েছে আমার।’

সর্বশেষ খবর