শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
রেসিডেনশিয়াল ছাত্রের মৃত্যু

প্রথম আলো সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আদালত প্রতিবেদক

ঢাকা রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র নাঈমুল আবরার রাহাতের মৃত্যুর মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং কিশোর আলো সম্পাদক আনিসুল হকসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম গতকাল এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী ওমর ফারুক আসিফ সাংবাদিকদের জানান, রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশ পরিদর্শক আবদুল আলিম প্রথম আলোর সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন। প্রতিবেদনে বলা হয়, আবরারের মৃত্যুর ঘটনায় কিশোর আলো কর্তৃপক্ষের অবহেলা ছিল। প্রতিবেদন আমলে নিয়ে বিচারক গ্রেফতারি পরোয়ানা জারি করেন। যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ হয়েছে, তারা হলেন- প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, সহযোগী সম্পাদক আনিসুল হক, হেড অব ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন কবির বকুল, নির্বাহী শুভাশীষ প্রামাণিক, নির্বাহী শাহপরান তুষার, কিশোর আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক মহিতুল আলম, ডেকোরেশন ও জেনারেটর সরবরাহকারী প্রতিষ্ঠানের জসীম উদ্দিন, মোশাররফ হোসেন, সুজন ও কামরুল হাওলাদার। এর আগে গত ৬ নভেম্বর নাইমুল আবরারের বাবা মজিবুর রহমান বাদী হয়ে ঢাকার আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে মোহাম্মদপুর থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলায় অভিযোগ করা হয়, ২০১৯ সালের ১ নভেম্বর তার ছেলে নাইমুল আবরার রেসিডেনসিয়াল মডেল কলেজে কিশোরদের ম্যাগাজিন কিশোর আলোর বর্ষপূর্তি অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

সর্বশেষ খবর