শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
এই অপরাধের শেষ কোথায়

মনিটরিং সেল জরুরি ধর্ষণ ঠেকাতে

বিশেষজ্ঞ মত : অ্যাডভোকেট এলিনা খান

নিজস্ব প্রতিবেদক

মনিটরিং সেল জরুরি ধর্ষণ ঠেকাতে

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খান বলেছেন, দেশে একের পর এক ঘটছে ধর্ষণের ঘটনা। অপরাধীরা জেনে গেছে এদেশে ধর্ষণের মামলার বিচার হয় না। অথচ এই মামলার নিষ্পত্তিতে দ্রুত বিচার আইন রয়েছে। এ জন্য প্রয়োজন স্বরাষ্ট্র-আইন মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত মনিটরিং সেল। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দুই মন্ত্রণালয়ের সমন্বয়ে সেল গঠন করে ধর্ষণ মামলাগুলো আলাদা করতে হবে। এরপর আইন মন্ত্রণালয় আলাদা জুডিশিয়াল কোর্ট গঠন করে শুধু ধর্ষণ মামলাগুলোর বিচার করতে পারে। তাহলে অতি দ্রুত এসব অপরাধীকে শাস্তির আওতায় আনা যেতে পারে। শুধু বিচার করলে হবে না। ধর্ষণ প্রতিরোধে সচেতনতা বাড়াতে সাজার বিষয়টি ফলাও করে প্রচার করতে হবে। গণমাধ্যমে দৃষ্টান্তমূলক এসব শাস্তি তুলে ধরতে হবে। গ্রামে-গঞ্জে সব জায়গায় ছড়িয়ে দিতে হবে কঠোর বার্তা। ধর্ষণের ঘটনায় জড়ালে কোনো ছাড় নেই। অ্যাডভোকেট এলিনা খান আরও বলেন, সচেতনতা তৈরিতে সরকারকে উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে বিলবোর্ড তৈরি করতে হবে।

 এনজিওগুলোর মাধ্যমে প্রতিটি এলাকায় ধর্ষণ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে হবে। মূল্যবোধ তলানিতে ঠেকায় এসব ঘটনা বাড়ছে।

সর্বশেষ খবর