শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

সরকারের এ মেয়াদেই ফাইভ-জি

নিজস্ব প্রতিবেদক

সরকারের এ মেয়াদেই ফাইভ-জি

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ১১ বছর আগে আমরা ডিজিটাল বাংলাদেশের অভিযান শুরু করি। তথ্য প্রযুক্তি খাতে অনেক এগিয়েছে বাংলাদেশ। ডিজিটাল গভর্ন্যান্সে বাংলাদেশ এখন বিশ্বে মডেল। তথ্য ও প্রযুক্তি খাতে এরই মধ্যে বাংলাদেশ বিলিয়ন ডলার রপ্তানি করছে। শিগগিরই বাংলাদেশে রপ্তানি বাণিজ্যে             তৈরি পোশাক খাতের জায়গা দখল করে নেবে তথ্যপ্রযুক্তি। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘ডিজিটাল বাংলাদেশ মেলা’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জয় বলেন, একসময় রাজনৈতিক বিবেচনায় ‘ডিজিটাল বাংলাদেশ’র সমালোচনা হলেও, মানুষের কাছে প্রযুক্তির সুবিধা পৌঁছে দিয়ে সত্যিকারের ডিজিটাল করার পথে হাঁটছে সরকার। ডিজিটাল বিশ্বে এখন নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ। একযুগ আগেও দেশে ইন্টারনেট সংযোগ দু®প্রাপ্য ছিল। কিন্তু প্রযুক্তির প্রসারে এখন রোবোটিক্স আর চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ নিতেও প্রস্তুত বাংলাদেশ। খুব শিগগিরই বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে ফাইভ জি সেবার নবযুগে প্রবেশ করবে বাংলাদেশ। ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা, প্রযুক্তির মহাসড়ক’ প্রতিপাদ্যে প্রথমবারের মতো হচ্ছে ‘ডিজিটাল বাংলাদেশ মেলা’। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনের মেলায় বিশ্বের সর্বশেষ প্রযুক্তির পাশাপাশি অভিজ্ঞতা নেওয়া যাবে পঞ্চম প্রজন্মের ইন্টারনেটেরও। উদ্বোধনী পর্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কার্যকর ভূমিকার জন্য ১৪টি ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হবে। তিন দিনে বিভিন্ন বিষয়ে ১৩টি আলোচনা সভা হবে, যেখানে সরকারের মন্ত্রী ও দেশি-বিদেশি বিশেষজ্ঞরা অংশ নেবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একেএম রহমতুল্লাহ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক মন্ত্রণালয়ের সচিব নূর উর রহমান, হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের সিইও ঝাং ঝেংজুন বক্তৃতা করেন।

সর্বশেষ খবর