রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

সাধারণ মানুষ একেবারেই সাধারণ হয়ে গেছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

শাসকগোষ্ঠী সচেতনভাবে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যে রাষ্ট্র আমরা তৈরি করেছি, সেই রাষ্ট্রের মানুষের কোনো অধিকার নেই। সাধারণ মানুষ একেবারেই সাধারণ হয়ে গেছে। যে চিন্তা নিয়ে আমরা যুদ্ধ করেছি, সেই চিন্তা-চেতনা, সেই ধারণাগুলো সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গেছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সদ্য প্রয়াত রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক মনিরুজ্জামান তালুকদার স্মরণে এ আলোচনা সভার আয়োজন করা হয়। গত ২৮ ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে মারা যান তালুকদার মনিরুজ্জামান। ভিন্নমতের ওপর সরকারের দমন-পীড়নের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, আজ দুঃখ হয় যখন দেখি যে, দেশের গুণী মানুষদের শুধু কথা বলার কারণে কারাগারে পাঠানো হয়। যদিও তারা রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকেন না। যারা লেখেন, কথা বলেন বা যারা শুভ চিন্তা ও সত্যকে সামনে নিয়ে আসতে চান তাদেরও একইভাবে নিপীড়ন-নির্যাতন করা হচ্ছে। গণমাধ্যম নিয়ন্ত্রণ প্রসঙ্গে মির্জা ফখরুল সম্প্রতি প্রথম আলো সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির উদাহরণ টানেন। তিনি বলেন, প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের অপরাধ কী? অপরাধ মাঝে মাঝে তিনি কিছু লিখতেন, তার পত্রিকায় কিছু সত্য কথা  বেরুত। এ জন্য একটি হত্যা মামলার সঙ্গে তাকে জড়িত করা হয়েছে। তাকে প্রধান আসামি করে আরও নয়জনকে আসামি করা হয়েছে। ঠিক একইভাবে মাহমুদুর রহমানের আমার দেশ পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে। তাকে দীর্ঘকাল কারাগারে আটক করে রাখা হয়েছে। যে-ই ভিন্নমত  পোষণ করতে চায়, ভিন্ন কথা বলতে চায়, এখন তাকে নিশ্চিহ্ন করা, নির্মূল করা অথবা স্তব্ধ করে দেওয়ার কাজ চলছে। বিএনপি মহাসচিব বলেন, এর মধ্যেই আমাদের উঠে দাঁড়াতে হবে। এর মধ্যেই কথা বলতে হবে। অধ্যাপক তালুকদার মনিরুজ্জামান সেই কথাটি আমাদের শিখিয়েছেন। অবশ্যই আমরা জয়ী হব। এ দেশের মানুষ সংগ্রাম করেই জয়ী হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর