রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বাল্যবিয়ে বন্ধে কাজ করতে হবে

মাদারীপুর প্রতিনিধি

বাল্যবিয়ে বন্ধে কাজ করতে হবে

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, বাল্যবিয়ে বন্ধ করতে হলে সমাজের প্রত্যেক শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। ছেলেমেয়ের অভিভাবকদের সচেতন করতে পারলে বাল্যবিয়ে অনেকটাই প্রতিরোধ করা যাবে। গতকাল জাতীয় সংসদের উদ্যোগে মাদারীপুরের শিবচর চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটরিয়ামে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি। সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ক্যাপ্টেন অব. এ বি তাজুল ইসলাম এমপিসহ বেশ কয়েকজন এমপি উপস্থিত ছিলেন। স্পিকার বলেন, বিশ্বকে তাক লাগিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করছেন। পদ্মা সেতু যে দেশ নির্মাণ করতে পারে, সেই দেশ যে কোনো পরিবর্তন করতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর