বুধবার, ২২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

শেয়ারবাজারে ফের দরপতন

নিজস্ব প্রতিবেদক

টানা তিন দিন বড় উত্থানের পর গতকাল দরপতন হয়েছে দেশের উভয় শেয়ারবাজারে। পাশাপাশি লেনদেনের পরিমাণও কমেছে। তবে বাজার বিশ্লেষকরা এটাকে মূল্য সংশোধন হিসেবে দেখছেন। কেননা উত্থান-পতন শেয়ারবাজারের নিয়মিত ঘটনা। কিছুদিন ধরে পতনের বৃত্ততে ঘুরপাক খেয়ে তলানিতে পৌঁছায় পুঁজিবাজারের মূলধন। এরপর গত সপ্তাহের শেষদিন ও চলতি সপ্তাহের প্রথম দুই দিন টানা সূচক বাড়ার পর গতকাল আবার দরপতন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনে। বিশ্লেষকরা বলছেন, টানা দরপতনের পর ১৬-২০ জানুয়ারি তিন কার্যদিবস শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। এতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। দাম বাড়ার ফলে বিনিয়োগকারীদের একটি অংশ তাদের হাতে থাকা শেয়ার বিক্রি করে দিয়েছেন। এতে গতকাল বাজারে কিছুটা বিক্রির চাপ বাড়ে। যার ফলে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমে সূচকের পতন হয়েছে। দরপতন ঘটায় ক্ষুদ্র বিনিয়োগকারীদের মাঝে কিছুটা আতঙ্ক বিরাজ করছে বলে মনে করেন বিশ্লেষকরা । তবে কোনো ধরনের গুজবে কান না দিয়ে বা আতঙ্কিত না হয়ে ভালো কোম্পানির শেয়ারে বিনিয়োগ করা উচিত বলে মনে করেন তারা। গতকাল ডিএসইতে লেনদেন হওয়া মাত্র ৭৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। আর কমেছে ২৩৭টির। অপরিবর্তিত থাকে ৪০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এতে ডিএসইর প্রধান মূল্য সূচক ২৬ পয়েন্ট কমে চার হাজার ৪০৮ পয়েন্টে নেমেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে এক হাজার ৫০৭ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট কমে এক হাজার সাত পয়েন্টে দাঁড়িয়েছে। বেশিরভাগ প্রতিষ্ঠানের দরপতনের ফলে কমেছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে লেনদেন হয়েছে ৪০৬ কোটি ৮০ লাখ টাকা। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৮৭ কোটি ৯৯ লাখ টাকা। অপরদিকে, গতকাল সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪২৪ পয়েন্টে। লেনদেন হয়েছে ১৩ কোটি ৪০ লাখ টাকা। লেনদেন হওয়া ২৩৮ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৬টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দাম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর