বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
সিনেটে বিচার

ট্রাম্পের বিরুদ্ধে ১১ প্রস্তাব বাতিল

প্রতিদিন ডেস্ক

‘নির্ধারিত রায়ে বিচারকাজ পরিচালনা’Ñ এই প্রক্রিয়ায় মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন বিচার চলছে। বিরোধী ডেমোক্র্যাটরা একের পর এক  প্রস্তাব তুলছে আর সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সেগুলো বাতিল করে দিচ্ছে রিপাবলিকানরা। একই পরিণতি হবে ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিশংসনের অভিযোগগুলোরও। পরিণতি জানা থাকলেও তুমুল বিতর্কের মধ্য দিয়ে সিনেটে গত মঙ্গলবার শুরু হয় ট্রাম্পের অভিশংসনের বিচার। প্রথম দিনই সাক্ষী ডাকা থেকে শুরু করে বিচার পদ্ধতি নিয়ে ডেমোক্র্যাটদের ১১টি প্রস্তাব বাতিল করে দেয় রিপাবলিকানরা।

সর্বশেষ খবর