শিরোনাম
শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
বাংলাদেশ-পাকিস্তান টি-২০ সিরিজ

শুরুটা ভালো হলো না

ক্রীড়া প্রতিবেদক

শুরুটা ভালো হলো না

ওপেনিংয়ে নেমে ভালোই প্রতিরোধ গড়েছিলেন তামিম ইকবাল ও নাঈম শেখ। কিন্তু শেষ পর্যন্ত বড় ইনিংস করতে না পারায় পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় টাইগারদের -এএফপি

বহু আলোচিত পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে লড়াইয়ের পর হেরে গেছে বাংলাদেশ। গতকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে টাইগাররা। ১৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩ বল হাতে রেখে ৫ উইকেটের  জয় তুলে নেয় পাকিস্তান। তিন ম্যাচের টি-২০ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেলেও পরের দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে পারেন মাহমুদুল্লাহরা। শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। তামিম ইকবাল ও মোহাম্মদ নাইম উদ্বোধনী জুটিতে ৭১ রান সংগ্রহ করেন। তামিম ৩৯ এবং নাইম ৪৩ রান করেন। এর পর ঝড়ো গতিতে রান করে বড় সংগ্রহ গড়তে পারত বাংলাদেশ। কিন্তু পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশের কেউই ব্যাটিংয়ে ঝড় তুলতে পারেননি। মাহমুদুল্লাহ ১৯, লিটন দাস ১২, আফিফ ৯, সৌম্য ৭ এবং মিথুন ৫ রান সংগ্রহ করেন। পাকিস্তানের পক্ষে একটি করে ইউকেট নেন শাহীন আফ্রিদি, শাদাব খান আর হারিস রউফ। বোলিং করতে নেমে বেশ দাপটের সঙ্গেই শুরু করেছিল টাইগাররা। শূন্য রানেই শফিউল ইসলাম ফিরিয়ে দেন বাবর আজমকে। এর পর মুস্তাফিজ ফিরিয়ে দেন হাফিজকে (১৭)। কিন্তু এহসান আলি (৩৬) আর শোয়েব মালিক (৫৮*) পাকিস্তানকে এগিয়ে নেন। মাঝে-মধ্যে আশার প্রদীপ জ্বালছিলেন বাংলাদেশের বোলাররা। বিশেষ করে শেষ ওভারে দারুণ আশা জেগেছিল। সৌম্য সরকারের তৃতীয় বলে ক্যাচ দিয়েছিলেন রিজওয়ান। কিন্তু তিনি ক্যাচ নিতে ব্যর্থ হন। বিপরীতে দুই রান নিয়ে পাকিস্তানের জয় নিশ্চিত করেন রিজওয়ান ও শোয়েব মালিক। পাকিস্তানকে জয় উপহার দিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন শোয়েব মালিক। সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ অনুষ্ঠিত হবে একই মাঠে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর