শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
সাক্ষাৎ শেষে বোন সেলিনা ইসলাম

খালেদা জিয়ার প্রতিনিয়ত স্বাস্থ্যের অবনতি ঘটছে

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছে বলে জানিয়েছেন তাঁর মেজো বোন সেলিনা ইসলাম। তিনি বলেন, সাবেক এই প্রধানমন্ত্রীর মুক্তির জন্য সরকারের কাছে বিশেষ আবেদন করা হবে। কারণ তাঁর (খালেদা জিয়া) স্বাস্থ্যের প্রতিনিয়ত অবনতি হচ্ছে। এভাবে চললে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এ অবস্থায়       বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করানোটা অপরিহার্য হয়ে পড়েছে। গতকাল বিকাল ৫টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি (বিএসএমএমইউ) হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সেলিনা ইসলাম সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, আমরা ভাবছি, তাঁর উন্নত চিকিৎসার জন্য সরকারের কাছে আবেদন করব। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার প্রয়োজনে কবে নাগাদ আবেদন করা হবে এমন প্রশ্নের জবাবে সেলিনা ইসলাম বলেন, তা এখনো ঠিক করিনি। এর আগে বিকাল পৌনে ৩টার দিকে হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান তার স্বজনরা। মেজো বোন সেলিনা ইসলাম ছাড়াও তাঁর ছোট ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা, ছেলে অভিক ইস্কান্দার, খালেদা জিয়ার ভাই মরহুম সাঈদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন ইস্কান্দার সাক্ষাতে অংশ নেন। আরাফাত রহমান কোকোর শাশুড়ি ফাতেমা রেজা দেখা করতে গেলেও সাক্ষাৎপ্রার্থীর তালিকায় নাম না থাকায় তিনি দেখা করতে পারেননি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রায় দুই বছর ধরে কারাবন্দী। দীর্ঘদিন কারাগারে থেকে অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ বিএনপির। অবস্থার অবনতি ঘটায় কয়েক মাস ধরে তিনি বিএসএমএমইউতে চিকিৎসাধীন।

সর্বশেষ খবর