শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

তিন জেলায় বন্দুকযুদ্ধে নিহত ৩

প্রতিদিন ডেস্ক

তিন জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে গতকাল ভোরে তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকায় গ্রেফতার আসামি নাটোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। মাগুরায় উদ্ধার করা হয়েছে যুবকের গুলিবিদ্ধ লাশ। কক্সবাজারের টেকনাফে অজ্ঞাত এক ব্যক্তি বন্দুকযুদ্ধে প্রাণ হারিয়েছেন।

প্রতিনিধিদের পাঠানো খবর- রাজধানী ঢাকায় গ্রেফতার আসামি নাটোরে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। নিহত আবু হানিফ বেপারী নাটোরের গুরুদাসপুরের চাঞ্চল্যকর মনোয়ারা বেগম হত্যা মামলার আসামি ছিলেন। গত বৃহস্পতিবার রাতে গুরুদাসপুর উপজেলার কালাকান্দর সংযোগ সড়কের পাশে কলাবাগানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে পুলিশের দাবি। পুলিশ আরও জানায়, গুরুদাসপুর থানার একটি টিম গত বুধবার রাতে রাজধানী ঢাকার মেরুল বাড্ডা এলাকা থেকে হত্যা মামলার আসামি আবু হানিফকে গ্রেফতার করে। বৃহস্পতিবার রাতে গ্রেফতার আসামির দেওয়া তথ্য অনুযায়ী পারগুরুদাসপুর এলাকায় মনোয়ারা হত্যায় জড়িতদের অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হয়। এ সময় কালাকান্দর সংযোগ সড়কের পাশে কলাবাগানে হত্যা মামলার পলাতক আসামিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় গ্রেফতার আসামি আবু হানিফ পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আসামির বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে। টেকনাফ (কক্সবাজার) : টেকনাফে বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল ভোরে উপজেলার হ্নীলা ইউপির জাদিমুড়া নাফনদী সংলগ্ন কেওড়া বাগানে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, কেওড়া বাগানে নাফ নদী পাড়ি দিয়ে কয়েকজন বস্তা মাথায় করে হেঁটে যাচ্ছেন দেখে বিজিবি টহল দলের সন্দেহ হয়। তাদের চ্যালেঞ্জ করলে সশস্ত্র ইয়াবা পাচারকারীরা গুলি ছোড়ে। এতে বিজিবির দুই সদস্য আহত হন। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। এতে উভয়পক্ষের মধ্যে ৬-৭ মিনিট গোলাগুলি হয়। একপর্যায়ে ইয়াবা পাচারকারীরা গুলি করতে করতে কেওড়া বাগানের দিকে পালিয়ে যায়। পরে টহলদল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১ লাখ ৩০ হাজার ইয়াবা, একটি দেশি তৈরি বন্দুক, একটি তাজা কার্তুজসহ গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত এক পাচারকারীকে উদ্ধার করে। প্রথমে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাগুরা : মাগুরা সদর উপজেলার বরই গ্রামের স্লুইচ গেট এলাকা থেকে গতকাল ভোরে মিন্টু গাজী (৩৭) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের ফায়েক গাজীর ছেলে। মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, রাত ১টার দিকে বরই গ্রামে বন্দুকযুদ্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ঘটনাস্থল থেকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায়  মিন্টুু গাজীকে উদ্ধার করা হয়। সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি শুটারগান, দুটি কার্তুজ ও দুটি দা উদ্ধার করা হয়। পরবর্তীতে পুলিশ জানতে পারে মিন্টুু গাজী আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। ঘটনার সময় দুই দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধে তিনি মারা যান। তার নামে বিভিন্ন থানায় ১০টি ডাকাতি মামলা রয়েছে।

সর্বশেষ খবর