শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
করোনা ভাইরাস

সংক্রমণ ঠেকাতে বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি

বেনাপোল প্রতিনিধি

চীনে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে  বেনাপোল স্থলবন্দরের চেকপেস্ট ইমিগ্রেশনে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। গতকাল সকাল  থেকে এ পথে ভারত থেকে আগত বিদেশি নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা শুরু করেন স্বাস্থ্য কর্মীরা।

বেনাপোল           ইমিগ্রেশনের উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান জানান, করোনা ভাইরাস আক্রান্ত  ব্যক্তি যাতে কোনোভাবে দেশে প্রবেশ করতে না পারে তার জন্য স্বাস্থ্য কর্মীদের সহযোগিতা করছে ইমিগ্রেশন পুলিশ। বেনাপোল ইমিগ্রেশনে কর্মরত স্বাস্থ্যকর্মী আব্দুল মজিদ জানান, চায়নাতে করোনা ভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যে আক্রান্ত  হয়ে অনেকে  মারা গেছেন। বাংলাদেশে এ ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে এ জন্য স্বাস্থ্য বিভাগ সতর্কতা জারি করেছে। তারা বিদেশি যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। এ ছাড়া এ ভাইরাসের লক্ষণ সম্পর্কেও সচেতন করছেন।

সর্বশেষ খবর