শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

রায়ে মিয়ানমারের অন্যায় প্রমাণিত হয়েছে

জয়শ্রী ভাদুড়ী

রায়ে মিয়ানমারের অন্যায় প্রমাণিত হয়েছে

লে. জে. এম ফজলে আকবর (অব.)

বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক লেফটেন্যান্ট জেনারেল এম ফজলে আকবর (অব.) বলেছেন, রোহিঙ্গা গণহত্যার ব্যাপারে আন্তর্জাতিক বিচারিক আদালতের (আইসিজে) অন্তর্বর্তীকালীন রায় বাংলাদেশের জন্য বড় বিজয়। এই রায়ের ফলে বিশ্ববাসীর সামনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের অন্যায় কিছুটা হলেও প্রমাণিত হয়েছে। এখন এই রায় তুলে ধরে কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রক্রিয়াকে এগিয়ে নিতে হবে বাংলাদেশকে।  গতকাল বাংলাদেশ প্রতিদিনকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক এই মহাপরিচালক আরও বলেন, রায়ের পরেই মিয়ানমার যে তাদের অন্যায় মেনে নেবে সেটা আমি আশা করছি না। কিন্তু একটা প্রক্রিয়া শুরু হয়েছে। রোহিঙ্গাদের ওপর অত্যাচার হয়েছে, রোহিঙ্গা জাতিগোষ্ঠী নিধনের চেষ্টা চলেছে তা প্রমাণিত হয়েছে। তাদের নিরাপত্তা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তাই প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের অবস্থান সঠিক ছিল তাও স্পষ্ট হয়। মিয়ানমারের মিথ্যাচার আদালতে প্রমাণ হয়েছে। এই গণহত্যার বিরুদ্ধে গাম্বিয়ার অবস্থান যে সঠিক ছিল সেটাও আদালত জানিয়েছে। এম ফজলে আকবর বলেন, বাংলাদেশ মানবতার পক্ষে কাজ করেছে। আমরা চেয়েছিলাম এই অন্যায় বিশ্ববাসীর সামনে তুলে ধরা হোক, বিশ্ব মানবতা জাগ্রত হোক। এখন কূটনৈতিক তৎপরতায় বিভিন্ন ফোরামে রায়ের বিষয়বস্তু তুলে ধরতে হবে। এই বিপুলসংখ্যক মানুষকে আশ্রয় দিয়ে আমাদের দেশের মানুষ, অর্থনীতি, পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা তুলে ধরতে হবে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য ভারত, চীনের মতো দেশগুলোকে প্রভাবিত করতে হবে। এতদিন যে দেশগুলো চুপ ছিল তাদের প্রভাবিত করতে হবে চোখ বন্ধ না রেখে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে।

সর্বশেষ খবর