শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

যে কোনো সময় আন্দোলনের ডাক

নিজস্ব প্রতিবেদক

যে কোনো সময় আন্দোলনের ডাক

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশে এখন ভয়ের চাষ হচ্ছে। দেশে  অপশাসন, দুঃশাসন, কুশাসনের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা কারও নেই। এ অবস্থায় আমাদের আন্দোলনের কৌশল অবলম্বন করতে হবে। উঁচু নিচু দেখে সামনের দিকে এগোতে হবে। যে কোনো সময় আন্দোলনের ডাক আসতে পারে। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে যুব জাগপা  নেতা মাসুদ রায়হান স্মরণে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, যুব জাগপার সভাপতি আরিফুল হক তুহিন প্রমুখ বক্তব্য রাখেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, সরকারের কাছে আগে টকশো তিতা লাগত, এখন মানুষের কাছে তিতা লাগে। পাঁচ বছর আগে টকশো দেখার জন্য মানুষ বসে থাকত। এখন মানুষ শুনতে চায় না। বর্তমান জেনারেশনের কথা বলিÑ তারা তো টিভির কাছেই যেতে চায় না, বরং তাদের কাছে মোবাইলের ফেসবুক অনেক প্রিয়।

তিনি বলেন, একটি রাজনৈতিক দল কীভাবে স্বৈরাচারী হয়ে গেছে সেটা আমরা দেখেছি। জাতীয় নির্বাচনের ৩শ সিটের মধ্যে অর্ধেকের বেশি সিট আগে থেকেই নির্বাচিত হয়ে যায়। ইভিএমের মাধ্যমে নির্বাচনের কৌশলে পরিবর্তন করতে যাচ্ছে। ইভিএম তো মানুষ তৈরি করেছে তার নিজের কাজের জন্য। নিয়ন্ত্রক যা বলবে- সে তাই করবে।

সর্বশেষ খবর