বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
নাগরিক আইন নিয়ে প্রতিবাদ

মুর্শিদাবাদে ব্যাপক সংঘর্ষ, গুলিতে নিহত ২

কলকাতা প্রতিনিধি

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও প্রস্তাবিত জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)-এর বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভ দেখাতে গিয়ে গতকাল রণক্ষেত্র হয়ে উঠে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গি এলাকা। এই আইনের প্রতিবাদে গতকাল জলঙ্গি থানার সাহেবনগর এলাকায় হরতালের ডাক দেয় নাগরিক সমাজ। তারই অংশ হিসেবে এদিন সকালে এক বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছিল। বিক্ষোভের অংশ হিসেবে সড়ক অবরোধ করে নাগরিক সমাজের একাংশ। অবরোধকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সাহেবনগর। কারণ সড়ক অবরোধের প্রতিবাদ করে জলঙ্গি ব্লক তৃণমূল কংগ্রেস। ব্লক সভাপতি তাহিরউদ্দিন শেখের নেতৃত্বে কয়েক ব্যক্তি গাড়িতে এসে অবরোধ হটাতে যায়। এ সময় উভয় পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের সংঘর্ষের মধ্য থেকেই চলে গুলি। সংঘর্ষে এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংঘর্ষের মধ্যেই গুলিতে রাস্তায় লুটিয়ে পড়েন আনারুল বিশ্বাস (৬৫) নামে এক ব্যক্তি। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। অন্য জনের পরিচয় এখনো জানা যায়নি।

সর্বশেষ খবর