শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

জামিন প্রশ্নে রিভিউ করবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

জামিন প্রশ্নে রিভিউ করবেন খালেদা জিয়া

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আপিল বিভাগে জামিন আবেদন খারিজ হওয়ার আদেশ রিভিউ চেয়ে আবেদন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল তার আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, বেগম জিয়ার জামিন আবেদন খারিজের বিরুদ্ধে আপিল বিভাগে রিভিউ আবেদন করা হবে শিগগিরই। এ ছাড়া আবারও হাই কোর্টে খালেদা জিয়ার জামিন আবেদন করা হবে। গত বছরের ১২ ডিসেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে আপিল বিভাগ। একই সঙ্গে খালেদা জিয়া রাজি থাকলে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বৃহত্তর আপিল বেঞ্চ এ আদেশ দেয়। গত ৩১ জুলাই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের কারাদন্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন সরাসরি খারিজ করে দেয় হাই কোর্ট। এরপর ৩ সেপ্টেম্বর হাই কোর্টে আবারও জামিন আবেদন করা হয়। তবে ১১ সেপ্টেম্বর তার জামিন আবেদন সরাসরি খারিজ করে দিলে সেটি ফিরিয়ে নেন আইনজীবীরা। পরে আপিল বিভাগে আবেদন করেন খালেদা জিয়া।

সর্বশেষ খবর