শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

অপহরণের পর ক্রসফায়ারের ভয় ব্যবসায়ীকে

ডিবির ৭ সদস্য বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সদরঘাট থেকে এক ব্যবসায়ীকে অপহরণের পর ক্রসফায়ারের ভয় দেখিয়ে সাড়ে ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ৭ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া ৭ জনের মধ্যে একজন এসআই, একজন এএসআই, ৫ জন কনস্টেবল। গতকাল তাদের বরখাস্তের বিষয়টি জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার। তবে তিনি তাদের নাম প্রকাশ করেননি।

তিনি জানান, বৃহস্পতিবার তাদের সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে। তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এর আগে সোহেল নামে এক ব্যবসায়ী বৃহস্পতিবার রাতে পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ করেন। অভিযোগে ওই ব্যক্তি জানান, বুধবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টায় সদরঘাট থেকে দুটি লুঙ্গি কিনে বাসায় ফিরছিলেন। লালকুটির ঘাটে পৌঁছলে ৫/৬ জন এসে তাকে ঘিরে ফেলে। তারা গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে হাতকড়া পরিয়ে নৌকায় বুড়িগঙ্গার ওপারে নিয়ে যায়। এরপর কেরানীগঞ্জ আলম মার্কেটের সামনে রাস্তায় নিয়ে নম্বর প্লেটবিহীন সাদা রঙের একটি মাইক্রোবাসে তুলে চোখে কালো কাপড় বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে প্লাস দিয়ে সোহেলের হাতের আঙ্গুল জখম করে এবং লাঠি দিয়ে পেটানো হয়। এক পর্যায়ে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন ডিবি পরিচয় দেওয়া ব্যক্তিরা। মোবাইলফোনে যোগাযোগের পর পরিবারের সদস্যরা মুক্তিপণের টাকা দিতে রাজি হন। তাদের টাকা নিয়ে মোহাম্মদপুর বেড়িবাঁধে যেতে বলা হয়। সেখান থেকে আবার যেতে বলা হয় বছিলা ব্রিজে। সেখানে সোহেলের পরিবারের তিন সদস্যকে সাড়ে ৪ লাখ টাকাসহ মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। পরে অজ্ঞাত একটি স্থানে রাত সাড়ে ১১টার দিকে বিভিন্ন কাগজে সোহেলসহ তার পরিবারের সদস্যদের সই নেওয়া হয়। এ ঘটনা প্রকাশ করা হলে তাকে এবং তার পরিবারের সদস্যদের মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়। এমনকি খুন করে লাশ গুমের ভয়ও দেখানো হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর