শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

প্রচার ভালো হয়েছে সুষ্ঠু ভোট চাই

আরাফাত মুন্না

প্রচার ভালো হয়েছে সুষ্ঠু ভোট চাই

ড. শাহদীন মালিক

বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক বলেছেন, সাম্প্রতিককালে অনুষ্ঠিত বড় নির্বাচনগুলোর চেয়ে এবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি ভোটের প্রচার-প্রচারণা অনেকটা অংশগ্রহণমূলক ও প্রাণবন্ত ছিল। তাই ভালো প্রচার যেমন হয়েছে, তেমনি ভোট গ্রহণও একইভাবে সুষ্ঠু হোক এটা সবাই প্রত্যাশা করছেন। তিনি বলেন, নির্বাচন যদি মোটামুটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক না হয়, তাহলে গণতন্ত্র বহু বছরের জন্য পিছিয়ে যাবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবীর। শাহদীন মালিক বলেন, নিকট অতীতের বড় নির্বাচনগুলোর তুলনায় ঢাকা সিটি নির্বাচনে প্রচারণা অনেক প্রাণবন্ত ছিল। প্রথম দিকে বিএনপি প্রার্থীদের প্রচারণা ততটা চোখে না পড়লেও, নির্বাচনের সময় ঘনিয়ে আসায় তারাও সজীব, সচল এবং তৎপর হন। এটা নিঃসন্দেহে ইতিবাচক দিক। কিন্তু অতীতের নির্বাচনগুলোয় যে কারসাজি হয়েছে, সেরকম হওয়ার আশঙ্কা দূর হয়নি। বিশেষত ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) অনেক শঙ্কার জন্ম দিয়েছে। তিনি বলেন, শেষ মুহূর্তে এসে ভোট কেন্দ্র দখলের বিষয়ে সরকারদলীয় নেতা-কর্মীদের হুমকি সুষ্ঠু নির্বাচন নিয়ে সন্দেহ আরও ঘনীভূত করেছে। শাহদীন মালিক আরও বলেন, এই নির্বাচন আমাদের দেশ এবং নির্বাচনী গণতন্ত্রের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুষ্ঠু নির্বাচন না হয়ে যদি সরকারি দল জয় লাভ করে, তাহলে এই জয় তাদের জন্য লাভ হলেও গণতন্ত্রের জন্য বিশাল পরাজয় হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর