রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

আস্থা নেই তাই ভোটার আসেনি

নিজস্ব প্রতিবেদক

আস্থা নেই তাই ভোটার আসেনি

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ইভিএম একটি জটিল প্রক্রিয়া। আমারই সময় লেগেছে আধা ঘণ্টা। তাহলে বোঝেন, এর মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া কী হবে! নগরীর ভোটাররা এই সিটি নির্বাচনকে আস্থায় নিতে পারছেন না। তাই তারা ভোট দিতে কেন্দ্রে আসেননি। গতকাল সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। এ সময় গণফোরামের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সেলিম আকবর, জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু, গণফোরামের কেন্দ্রীয় নেতা মোস্তাক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। ড. কামাল হোসেন বলেন, জনগণ ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ওপর কোনো আস্থা রাখতে পারছে না। তারা ভাবছে, এ পদ্ধতিতে ভোট দিয়ে কোনো লাভ হবে না। ভোটারদের উপস্থিতি দেখে আমি মোটেও সন্তুষ্ট নই। সাড়ে ১০টার মধ্যে একশ’রও কম ভোট পড়েছে। নির্বাচনে ভোটারের উপস্থিতি কম হওয়ায় পরিবেশ নিয়ে সন্তুষ্ট নন বলে জানান তিনি। গণফোরাম সভাপতি বলেন, ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে নানা অভিযোগ আসছে, তাদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। এরকম অভিযোগ আমার কাছেও আসছে। ইভিএমকে জটিল পদ্ধতি উল্লেখ করে ড. কামাল হোসেন বলেন, আমার ভোটার নম্বর বের করতে আধা ঘণ্টা সময় লেগেছে। ভোট দিতে লেগেছে ১০ মিনিট। এটা একটা জটিল প্রক্রিয়া। আমার যখন আধা ঘণ্টা সময় লেগেছে, অন্য ভোটাররা ধৈর্য ধরে ভোট দিতে পারবে কিনা সেটাই দেখার বিষয়।

সর্বশেষ খবর