রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

পদত্যাগের প্রশ্নে সিইসির ‘না’

নিজস্ব প্রতিবেদক

পদত্যাগের প্রশ্নে সিইসির ‘না’

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোট ভালো হয়েছে। গতকাল সন্ধ্যায় এ মন্তব্য করে তিনি জানান, ভোট পড়েছে তা ৩০ শতাংশের বেশি হবে না। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজের দফতর থেকে বের হওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সিইসি ভোট নিয়ে অনেক কথা বলেন। এর আগে সকালে ভোট চলার সময় রাজধানীতে বিভিন্ন কেন্দ্রে বিশৃঙ্খলা, হাতাহাতি, ভাঙচুর, ককটেল বিস্ফোরণের ঘটনার বিষয়ে জানতে চাইলে সিইসি আক্ষেপ করে বলেন, আমরা এমন ভোট চাইনি। ভোট শেষে নির্বাচন সুষ্ঠু হয়নি- এমন অভিযোগ তুলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিইসির পদত্যাগ দাবি করে। তাদের দাবি মেনে পদত্যাগ করবেন কি না জানতে চাইলে সিইসি এক কথায় বলেন, ‘না’। এ সময় সিইসি বলেন, ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার ব্যাপারে কেউ কমিশনে কোনো অভিযোগ করেনি। ভোট কেন্দ্রে যাওয়ার দায়িত্ব এজেন্টদের। তিনি যে কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন সেখানে আওয়ামী লীগ-বিএনপি দুই দলেরই এজেন্ট ছিল। একজনের ভোট আরেকজন দিতে পারেননি বলেও দাবি করেন সিইসি। একজন ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর অন্য কেউ ইভিএম মেশিনে ভোট দিয়ে দিয়েছেন, এমন অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাননি। যেসব ভোটার ভোট কেন্দ্রে গিয়েছেন তারা কেউ ভোট না দিয়ে ফেরত যাননি বলেও দাবি করেন তিনি। আমরা এমন ভোট চাইনি : সকালে ভোট দিতে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেন, যারা নির্বাচনে অংশগ্রহণ করেন, ভোটার আনার বিষয়ে তাদের দায়িত্ব বেশি। এ ক্ষেত্রে আমাদের দায়িত্ব কম। আমাদের পরিপূর্ণ দায়িত্ব আমরা পালন করেছি। নির্বাচনের বিভিন্ন কেন্দ্রে বিশৃঙ্খলা, হাতাহাতি, ভাঙচুর, ককটেল বিস্ফোরণের ঘটনার বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, আমরা এমন ভোট চাইনি। গতকাল বেলা পৌনে ১১টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে উত্তরা ৫ নম্বর সেক্টরে আইইএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। এ সময় সিইসি বলেছেন, ভোটার উপস্থিতি এখন পর্যন্ত ভালো না। হয়তো পরে ভোটার বাড়বে। বিএনপির এজেন্ট বের করে দেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমাদের নির্দেশনা হলো ম্যাজিস্ট্রেট বা আইনশৃঙ্খলা বাহিনী যদি এমন অভিযোগ পায় তাহলে তাকে ভোট কেন্দ্রে ফের ঢুকিয়ে দেবেন। সিইসি বলেন, এজেন্টদের ভোট কেন্দ্রে টিকে থাকার সামর্থ্য থাকতে হবে। একজন বের হতে বলল আর বের হয়ে আসবেন, এমন হতে পারে না। এজেন্টকে বের হয়ে যেতে বললে সেটা তার প্রতিহত করা উচিত।

সর্বশেষ খবর