রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

কাউন্সিলর পদেও জয়জয়কার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা গেছে কাউন্সিলর পদে আওয়ামী লীগের প্রার্থীরা এগিয়ে আছেন। এ ছাড়া বেশ কয়েকটি ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী ও বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন। এ ছাড়াও জাতীয় পার্টি, বিজেপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন করে প্রার্থী বিজয়ী হওয়ার খবর পাওয়া গেছে-

উত্তরে জয়ী যারা : ওয়ার্ড-১ আফসার উদ্দিন (আওয়ামী লীগ), ওয়ার্ড-৪ জামাল মোস্তফা (আওয়ামী লীগ), ওয়ার্ড-১১ দেওয়ান আবদুল মান্নান (আওয়ামী লীগ), ওয়ার্ড-১২ মুরাদ হোসেন (আওয়ামী লীগ), ওয়ার্ড-১৪ হুমায়ূন রশিদ জনি (স্বতন্ত্র), ওয়ার্ড-১৫ সালেক মোল্লা (আওয়ামী লীগ), ওয়ার্ড-১৬ মতিউর রহমান (আওয়ামী লীগ), ওয়ার্ড-১৮ জাকির হোসেন (আওয়ামী লীগ), ওয়ার্ড-১৯ মফিজুর রহমান (আওয়ামী লীগ), ওয়ার্ড-২০ মো. নাছির (আওয়ামী লীগ), ওয়ার্ড-২১ মাসুম গণি তাপস (আওয়ামী লীগ), ওয়ার্ড-২২ লিয়াকত আলী (আওয়ামী লীগ), ওয়ার্ড-২৩ শাখাওয়াৎ হোসেন (আওয়ামী লীগ), ওয়ার্ড-২৪ শফিউল্লাহ শফি (আওয়ামী লীগ), ওয়ার্ড-২৫ আবদুল্লাহ আল মঞ্জুর (আওয়ামী লীগ), ওয়ার্ড-২৯ সলিমুল্লাহ সলু (স্বতন্ত্র), ওয়ার্ড-৩০ আবুল কাশেম (আওয়ামী লীগ), ওয়ার্ড-৩১ শফিকুল ইসলাম সেন্টু (জাতীয় পার্টি), ওয়ার্ড-৩২ সৈয়দ হাসান নূর ইসলাম রাস্টন (আওয়ামী লীগ), ওয়ার্ড-৩৩ আসিফ আহমেদ (আওয়ামী লীগ), ওয়ার্ড-৩৫ মোক্তার সরদার (আওয়ামী লীগ), ওয়ার্ড-৩৬ তৈমুর রেজা খোকন (আওয়ামী লীগ), ওয়ার্ড-৩৭ জাহাঙ্গীর আলম (আওয়ামী লীগ), ওয়ার্ড-৩৮ শেখ সেলিম (আওয়ামী লীগ), ওয়ার্ড-৩৯ শফিকুল ইসলাম (আওয়ামী লীগ), ওয়ার্ড-৪০ নজরুল ইসলাম ঢালী (আওয়ামী লীগ), ওয়ার্ড-৪১ ডা. মতিন (স্বতন্ত্র), ওয়ার্ড-৪২ আইয়ুব আনসার মিন্টু (স্বতন্ত্র), ওয়ার্ড-৪৯ আনিসুর রহমান নাইম (স্বতন্ত্র), ওয়ার্ড-৫০ ডি এম শামীম (আওয়ামী লীগ), ওয়ার্ড-৫৩ নাসির উদ্দিন (আওয়ামী লীগ), ওয়ার্ড-৫৪ জাহাঙ্গীর হোসেন যুবরাজ (আওয়ামী লীগ)।

দক্ষিণে বিজয়ী যারা : ঢাকা দক্ষিণ সিটিতে ১ নম্বরে বিজয়ী হয়েছে মাহবুবুল আলম (আওয়ামী লীগ), ২ নম্বর ওয়ার্ডে আনিসুর রহমান (আওয়ামী লীগ), ৫ নম্বর ওয়ার্ডে চিত্তরঞ্জন দাস (আওয়ামী লীগ), ৯ নম্বর ওয়ার্ডে মোজাম্মেল হক (আওয়ামী লীগ), ১০ নম্বর ওয়ার্ডে মারুফ আহমেদ মনসুর (আওয়ামী লীগ), ওয়ার্ড-১১ মির্জা আসলাম আসিফ (বিএনপি), ১৩ নম্বর ওয়ার্ডে এনামুল হক (আওয়ামী লীগ), ওয়ার্ড-১৪ ইলিয়াসুর রহমান (আওয়ামী লীগ), ওয়ার্ড-১৫ রফিকুল ইসলাম বাবলা (আওয়ামী লীগ), ২০ নম্বর ওয়ার্ডে ফরিদ উদ্দিন রতন (আওয়ামী লীগ), ওয়ার্ড-১৯ আবুল বাশার (আওয়ামী লীগ), ওয়ার্ড-২১ আসাদুজ্জামান আসাদ (আওয়ামী লীগ), ওয়ার্ড-২২ জিন্নাত আলী (আওয়ামী লীগ), ওয়ার্ড-২৬ হাসিবুর রহমান মানিক (আওয়ামী লীগ), ওয়ার্ড-৩১ শেখ মোহাম্মদ আলমগীর (আওয়ামী লীগ), ওয়ার্ড-৩৭ মো. আবদুুর রহমান মিয়াজী (আওয়ামী লীগ), ওয়ার্ড-৩৮ হাজী সারোয়ার হোসেন আলো (আওয়ামী লীগ), ওয়ার্ড-৩৯ রোকনউদ্দিন আহমেদ (আওয়ামী লীগ), ৪০ নম্বরে আবুল কালাম আজাদ (আওয়ামী লীগ), ৪৮ নম্বর ওয়ার্ডে আবুল কালাম অনু (আওয়ামী লীগ), ওয়ার্ড-৪৯ বাদল সরদার (বিএনপি), ওয়ার্ড-৫০ মাসুম মোল্লা (আওয়ামী লীগ), ওয়ার্ড-৫১ কাজী হাবিবুর রহমান (আওয়ামী লীগ), ৫৪ নম্বর ওয়ার্ডে মো. মাসুদ (আওয়ামী লীগ), ৫৯ ওয়ার্ডে আকাশ কুমার ভৌমিক (আওয়ামী লীগ), ৬২ নম্বরে মোহাম্মদ মোস্তাক আহমেদ (আওয়ামী লীগ), ৬৩ শফিকুল ইসলাম খান (আওয়ামী লীগ), ৬৪ নম্বর ওয়ার্ডে মাসুুদুর রহমান মোল্লা (আওয়ামী লীগ), ৬৫ নম্বর ওয়ার্ডে সামসুদ্দিন ভুইয়া সেন্ট (আওয়ামী লীগ), ৬৮ নম্বরে মাহমুদুল হাসান পলিন (আওয়ামী লীগ), ৭০ নম্বরে মোহাম্মদ আতিকুর রহমান (আওয়ামী লীগ), ওয়ার্ড-৫৫ নূরে আলম (আওয়ামী লীগ), ওয়ার্ড-৫৬ মোহাম্মদ হোসেন (আওয়ামী লীগ), ওয়ার্ড-৫৭ সাইদুল মাদবর (আওয়ামী লীগ), ওয়ার্ড-৭৩ শফিকুল ইসলাম (আওয়ামী লীগ)। ঢাকা দক্ষিণে ১২ নম্বরে মামুুনুর রশিদ শুভ্র (স্বতন্ত্র), ৬৯ নম্বরে সালাউদ্দিন (স্বতন্ত্র), ৫২ নম্বরে রুহুল আমিন (স্বতন্ত্র) ৬৬ নম্বরে মতিন (বিজেপি), ৬৭ নম্বরে ইব্রাহিম খলিল (ইসলামী আন্দোলন বাংলাদেশ)। ঢাকা দক্ষিণের ৬ নম্বরে কাজল (বিএনপি), ৫৩ নম্বরে মীর হোসেন (বিএনপি), ৬০ নম্বরে আনোয়ার হোসেন মজুমদার (বিএনপি), ৬১ নম্বরে জুম্মুন মিয়া (বিএনপি), ওয়ার্ড-৭৫ আকবর আলী (বিএনপি)।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর