সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ভোটের পরিবেশ তৈরি করতে পারেনি

আবুল মকসুদ

ভোটের পরিবেশ তৈরি করতে পারেনি

বিশিষ্ট লেখক-গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, ভোটারদের ভোট কেন্দ্রে আনার জন্য পরিবেশ তৈরি করার দায়িত্ব ছিল নির্বাচন কমিশন (ইসি) ও রাজনৈতিক দলগুলোর। কিন্তু সামগ্রিক দৃষ্টিতে বলা যায় তারা সমানভাবে ব্যর্থ হয়েছেন। ভোটারদের কেন্দ্রে আনার পরিবেশ তৈরি করতে না পারার কারণেই উপস্থিতি কম ছিল। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে সদ্য সমাপ্ত দুটি সিটি ভোটে ভোটার উপস্থিতি কম হওয়ার বিষয়ে তিনি এসব কথা বলেন।

সৈয়দ আবুল মকসুদ বলেন, নির্বাচনের আগে প্রচার-প্রচারণা ভালো হয়েছে। কয়েকদিন আগে প্রধান দুটি রাজনৈতিক দলের নেতারা ভোট কেন্দ্রে পাহারা বসানোর বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন। তাদের কথাবার্তায় আক্রমণাত্মক ভাব ছিল। যে কারণে সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টি হয়েছিল। এই ভীতি কাটানোর বড় দায়িত্ব ছিল নির্বাচন কমিশনের। কিন্তু তারা সে পরিবেশ তৈরি করতে পারেনি। সে কারণে মানুষ ভোট কেন্দ্রে উপস্থিত হননি। আবার রাজনৈতিক দলগুলোও ভোটারদের কেন্দ্রে আনতে উদ্যোগী হয়নি। কারণ আমাদের সংবিধানে বলা হয়েছে, ভোটের সংখ্যা কম হলেও জনপ্রতিনিধি নির্বাচিত হবেন, বৈধতা থাকবে। তা যদি ৫ শতাংশও হয় তাতেও সমস্যা নাই। তিনি বলেন, আমার ভোটের কোনো মূল্য নেই- এমন ভাবনা মনের মধ্যে আসন করে নিয়েছে। এটি গণতন্ত্রের জন্য অশনি সংকেত। মানুষ ভোট দিতে যায়নি বা ভোট দিতে যায় না বা ভোট দিতে যাওয়ার মতো পরিবেশ নেই। এর ফলে মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। এটি খুব ক্ষতিকর।  প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, ৩০ শতাংশের কম ভোট পড়েছে। তাহলে কি বলা যায় বাকি ৭০ শতাংশ এই ভোট প্রত্যাখ্যান করেছেন?- জবাবে সৈয়দ আবুল মকসুদ বলেন, ভোট না দেওয়ার মানে হচ্ছে জনগণ ভোটকে গুরুত্ব দেয়নি। ভোট না দিয়ে জনগণ ‘প্যাসিভ রেসিসট্যান্স’ করেছে বলা যেতে পারে।

সর্বশেষ খবর