সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বিএনপির কারণে মানুষ ভোট দিতে আসেনি

নিজস্ব প্রতিবেদক

বিএনপির কারণে মানুষ ভোট দিতে আসেনি

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা হরতাল জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। গতকাল দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের পক্ষে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক আরও বলেন, ঢাকার দুই সিটি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়ার পরও বিএনপির ফল প্রত্যাখ্যান করে হরতাল আহ্বান দেশবাসীকে হতাশ-বিক্ষুব্ধ করেছে। হরতালে কোনো সাড়া মেলেনি। জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে যেভাবে প্রত্যাখ্যান করেছে, বিএনপির হরতালও একইভাবে বর্জন করেছে। এর পরও যদি বিএনপি নেতিবাচক রাজনীতি পরিহার না করে তাহলে তারা জনগণ থেকে আরও বিচ্ছিন্ন হবে এবং প্রত্যাখ্যাত হয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে। নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে জাহাঙ্গীর কবির নানক বলেন, অতীতের মতো কোথাও কোনো জাল ভোট দেওয়া কিংবা কেন্দ্র দখল, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেনি। তারপরও বিএনপি বিরোধিতার খাতিরে বিরোধিতা করে মিথ্যা অভিযোগে ফল বর্জনের নাটক করেছে। তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপতৎপরতা চালাচ্ছে। ভোট পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে এবং জনগণের রায় বর্জনের মধ্য দিয়ে দলটি পক্ষান্তরে গণতন্ত্রকে বর্জন করেছে। নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার ব্যাখ্যায় নানক বলেন, এর জন্য দায়ী বিএনপির নির্বাচনবিরোধী চরিত্র। নির্বাচনী প্রচারের শুরু থেকে বিএনপির নেতারা ও তাদের প্রার্থীরা ভোটারদের মধ্যে ভীতি সঞ্চার, যানবাহন না থাকা, ভোটাররা গ্রামের বাড়িতে চলে যাওয়ার কারণে কম উপস্থিতি হয়েছে।

ভোটার কম হওয়ায় তিনি হতাশ নন বলেও জানান। ইভিএম প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী নানক বলেন, ইভিএম সবচেয়ে আধুনিক ব্যবস্থা। এ ব্যবস্থায় কোনো কারচুপির সুযোগ নেই। আমার দল (আওয়ামী লীগ)সহ সব রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ করব, আগামীতে ইভিএমে ভোট হলে কোনো পোলিং এজেন্ট রাখার প্রয়োজন নেই। কারণ পোলিং এজেন্টের কোনো কাজ নেই। ইভিএমই ভোট পাহারা দেয়। জোর করে সিল মারার সুযোগ নেই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আফজাল হোসেন, আবদুস সোবহান গোলাপ, ফরিদুন্নাহার লাইলী, মেহের আফরোজ চুমকি, শামসুন্নাহার চাপা, সেলিম মাহমুদ, বিপ্লব বড়ুয়া, হাবিবুর রহমান সিরাজ, আমিনুল ইসলাম আমিন, সায়েম খান, রিয়াজুল কবির কাওছার, আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী, আনিসুর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর