মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ঢাকার বাইরে সাত সাইবার ট্রাইব্যুনাল শিগগিরই

তথ্যপ্রযুক্তির অপরাধ মামলা দ্রুত নিষ্পত্তিই লক্ষ্য

আরাফাত মুন্না

তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সংঘটিত অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে এবার ঢাকার বাইরে সাত বিভাগীয় শহরে সাইবার ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছে সরকার। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে এই ট্রাইব্যুনাল স্থাপনের কাজ একেবারেই শেষ পর্যায়ে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর এ বিষয়ে আদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়। শিগগিরই বিচারক নিয়োগ দেওয়ার মাধ্যমে এসব ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু করা হবে বলে বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন আইন সচিব মো. গোলাম সারওয়ার। বর্তমানে শুধু রাজধানী ঢাকায় দেশের একমাত্র ট্রাইব্যুনালে সাইবার অপরাধের বিচার হচ্ছে। মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন ট্রাইব্যুনাল স্থাপন সংক্রান্ত আদেশ জারির পর সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে ট্রাইব্যুনালগুলোতে বিচারক নিয়োগ দেবে আইন মন্ত্রণালয়। মূলত বিচারক নিয়োগের পরই এসব ট্রাইব্যুনালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। সাত ট্রাইব্যুনাল স্থাপনের জন্য ইতিমধ্যে ৪২টি পদ সৃষ্টি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তথ্য প্রযুক্তির প্রসারের সঙ্গে পাল্লা দিয়ে প্রযুক্তি সংক্রান্ত অপরাধও বাড়ছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে সরকার আইনও করেছে। এ ধরনের মামলা দ্রুত নিষ্পত্তিতে ঢাকায় একটি ট্রাইব্যুনাল রয়েছে। এখন মামলা দায়েরের হার বৃদ্ধি হওয়ায় সরকার প্রতিটি বিভাগে একটি করে ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নিয়েছে। আশা করছি শিগগিরই এসব ট্রাইব্যুনাল স্থাপন করা সম্ভব হবে। জানা গেছে, বর্তমানে ঢাকা সাইবার ট্রাইব্যুনালে প্রায় দেড় হাজার মামলা বিচারাধীন। এ ছাড়া ঢাকার বাইরে বিভিন্ন জেলা ও দায়রা জজ আদালতেও প্রায় ২০০ সাইবার ক্রাইমের মামলা বিচারাধীন রয়েছে। নতুন ট্রাইব্যুনাল গঠনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে, দেশে সাইবার অপরাধ তীব্র হচ্ছে। ইন্টারনেটসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এ অপরাধ। দেশের বিভিন্ন স্থানে অপরাধীদের বিরুদ্ধে মামলা হচ্ছে। এসব মামলা নিষ্পত্তির জন্য ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে সাতটি ট্রাইব্যুনাল গঠন করা প্রয়োজন।

সর্বশেষ খবর