মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

দ্রুত আইনের আওতায় আনতে হবে সাংবাদিক নিপীড়নকারীদের

নিজস্ব প্রতিবেদক

দ্রুত আইনের আওতায় আনতে হবে সাংবাদিক নিপীড়নকারীদের

আ আ ম স আরেফিন সিদ্দিক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, নির্বাচন এলেই সাংবাদিক পেটানো, লাঞ্ছিত করা নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে। এসব নিপীড়নকারী সরকার-প্রশাসনের উপকার করছে বলে প্রচার করে। আসলে তারা উপকার নয়, ক্ষতি করছে। তাই এদের প্রশ্রয় নয়, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, সাংবাদিকরা সব সময় সত্য তুলে ধরেন। এজন্য আজন্ম তারা অন্যায়কারীদের বিরাগভাজন। শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়েই চলছে সাংবাদিক হত্যা, নিপীড়নের বীভৎস ঘটনা। ঢাকা দুই সিটি করপোরেশনের নির্বাচনেও একজন সাংবাদিককে মেরে গুরুতর আহত করা হলো। এ ছাড়া আরও কয়েকজন জাতীয় দৈনিক, টেলিভিশন এবং অনলাইন পোর্টালের সাংবাদিককে বিভিন্নভাবে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। এসব নিপীড়নকারীকে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে। সাংবাদিক সংগঠনকে এসব নিপীড়নকারীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। যাতে কোনোভাবে এরা ছাড় না পায়।

সর্বশেষ খবর