বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ঢাকায় মেসির সতীর্থ বারকোস

খেলবেন বসুন্ধরা কিংসে

রাশেদুর রহমান

ঢাকায় মেসির সতীর্থ বারকোস

ঢাকায় পা রাখতেই বসুন্ধরা কিংস ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিল হারনান বারকোসকে। মুহূর্ত বিলম্ব না করে গায়ে জড়িয়ে দিল কিংসের লাল রঙা জার্সি। বিশ্বকাপ খেলা ড্যানিয়েল কলিনড্রেসকে দলে এনে আগেই চমক দিয়েছিল কিংস। এবার আর্জেন্টিনা জাতীয় দলে খেলা মেসির সতীর্থকে দলে এনে আরও বড় চমক দিল প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন দলটি। হারনান বার্কোসের ক্যারিয়ারের এক উজ্জ্বল দিন। ২০১০ সালের ২৫ আগস্ট। কোপা লিবারতেদর্সজয়ী আর্জেন্টাইন ক্লাব এস্টুডিয়ান্টেস এবং কোপা সাউদামেরিকানাজয়ী ইকুয়েডরের ক্লাব এলডিইউ কুইটো মুখোমুখি রিকোপা সাউদামেরিকানার ম্যাচে (ল্যাটিন আমেরিকার সুপারকাপ)। জোড়া গোল করে তিনি কুইটোকে উপহার দেন দারুণ এক জয়। অথচ সেসময় এস্টুডিয়ান্টেসের জার্সিতে খেলছিলেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক ভেরন, বর্তমান তারকা ফুটবলার মরকোস রোহোসহ আরও অনেক নামি-দামি ফুটবলার। কেবল সেবারই নয়, হারনান বার্কোস দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে এমন অসংখ্য দৃষ্টান্ত স্থাপন করেছেন যা নিয়ে হিংসা করতে পারে প্রতিপক্ষ। সেই বার্কোস, এখন বাংলাদেশের ফুটবলেও আপন আলোয় উদ্ভাসিত হতে চান। গতকাল বিমানবন্দরেই জানালেন, ‘বাংলাদেশে এসে আমি দারুণ আনন্দিত। আশা করি এখানে আমি নিজের সেরা খেলা উপহার দিতে পারব। ক্লাবকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করতে পারব।’ ব্রাজিলিয়ান সিরি এ লিগ এবং ইকুয়েডর লিগে বেশ নাম কুড়িয়েছেন বার্কোস। খেলেছেন চীনের সুপার লিগেও। সবখানেই নিজেকে সেরা প্রমাণ করেছেন। কিংসের জার্সিতে নতুন চ্যালেঞ্জেও জয়ী হবেন বলে আশা করেন মেসির সতীর্থ। মেসির পাশাপাশি তিনি আর্জেন্টিনার জার্সিতে ব্রাজিলের বিপক্ষে দুটি এবং উরুগুয়ে ও চিলির বিপক্ষে একটি করে ম্যাচ খেলেছেন। গতকাল বার্কোস বিমান বন্দরে পা রাখতেই এক অনন্য ইতিহাসই গড়ল কিংস। ল্যাটিন আমেরিকা, ইউরোপ এবং এশিয়ান ফুটবলের সর্বোচ্চ লেভেলে খেলা প্রথম কোনো ফুটবলার বাংলাদেশে খেলতে এলেন। তাকে দলে পেয়ে উচ্ছ্বসিত ক্লাব কর্তৃপক্ষও। কিংস সভাপতি ইমরুল হাসান বলছেন, ‘বার্কোস একজন অসাধারণ ফুটবলার। তাকে দলে পেয়ে আমরা খুবই আনন্দিত। আমাদের লক্ষ্য অর্জন এবার আরও সহজ হবে আশা করি।’ মূলত এএফসি কাপে ভালো করাই কিংসের লক্ষ্য। এক্ষেত্রে বার্কোস হতে পারেন কিংসের তুরুপের তাস। ইমরুল বলেন, ‘আমরা লিগ জিতে যেমন ইতিহাস গড়েছি তেমনি এএফসি কাপেও দারুণ কিছু করতে চাই। বার্কোসকে সে লক্ষ্যেই দলে নিয়েছি।’ বার্কোস আসাতে এএফসি কাপে নিজেদের লক্ষ্যপূরণ সহজ হবে বলে মনে করেন ক্লাবের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজও। হারনান বার্কোস আপাতত লা মেরিডিয়ানে বিশ্রামে আছেন। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি শেষে শিগগিরই অস্কার ব্রুজোনের শিষ্যত্ব গ্রহণ করতে চলেছেন তিনি।

সর্বশেষ খবর