বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

যেভাবে ছড়ায় করোনাভাইরাস

নিজস্ব প্রতিবেদক

চীন থেকে অন্য দেশে ছড়িয়ে পড়ছে নভেল করোনাভাইরাস। কাশি, হাঁচি, থুথু থেকে ছড়ায় করোনাভাইরাস। প্রতিবেশী দেশ আক্রান্ত হওয়ায় ঝুঁকিতে রয়েছে বাংলাদেশও। সংক্রমিত রোগীর কাছাকাছি না গেলে এই ভাইরাস ছড়াবে না। তাই করোনাভাইরাস ঠেকাতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর বলেন, ঘন ঘন সাবান ও পানি দিয়ে হাত ধোবেন (অন্তত ২০ সেকেন্ড), অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করবেন না, ইতিমধ্যে আক্রান্ত এমন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে, হাঁচি কিংবা কাশির সময় হাত, টিস্যু কিংবা কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখতে হবে। অসুস্থ পশুপাখির সংস্পর্শ পরিহার করা, মাছ-মাংস ভালোভাবে রান্না করা, অসুস্থ হলে ঘরে থাকতে হবে, বাইরে যাওয়া অত্যাবশ্যক হলে নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহারের পরামর্শ দেন তিনি। এ ছাড়া জরুরি প্রয়োজন ব্যতীত চীন ভ্রমণ করা থেকে বিরত থাকা এবং প্রয়োজন ব্যতীত এ সময়ে বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে। 

সর্বশেষ খবর