বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বিদেশি সংস্কৃতির আগ্রাসন থেকে বেরোতে হবে

পটুয়াখালী প্রতিনিধি

বিদেশি সংস্কৃতির আগ্রাসন থেকে বেরোতে হবে

মো. আবদুল হামিদ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, আমাদের দীর্ঘকালের স্থানীয় সমৃদ্ধ বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের লালনকে জোরদার করতে হবে। বিদেশি সংস্কৃতির আগ্রাসন থেকে বেরিয়ে আসতে হবে। তিনি গতকাল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান এবং পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে তিনি বলেন, আকাশ সংস্কৃতি আমাদের দেশীয় সংস্কৃতিকে বিভিন্নভাবে গ্রাস করছে। এ বাস্তবতার বিরুদ্ধে সজাগ থাকতে হবে। আমাদের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে এবং সেটাই সবখানে তুলে ধরা দরকার। রাষ্ট্রপতির সহধর্মিণী রাশিদা খানমসহ পরিবারের সদস্য, সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, স্থানীয় সংসদ সদস্য মহিবুর রহমান, রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব, সিনিয়র বেসামরিক ও সামরিক কর্মকর্তা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া বিকালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে পলিথিন ও প্লাস্টিক ব্যবহার বর্জনে সামাজিক আন্দোলন গড়ে তুলে তা সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এখন আধুনিকতার নামে খালি হাতে গিয়ে পলিথিনে বাজার করে নিয়ে আসছি। তা আবার যত্রতত্র ফেলে দিচ্ছি। পরিবেশের বিপর্যয় ঘটিয়ে এতে করে দেশটাকে ধ্বংস করা হচ্ছে। এর পরিণাম হবে ভয়াবহ। রাষ্ট্রপতি বলেন, এ বিষয়গুলো তোমাদের দায়িত্ব নিয়ে জনগণকে বোঝাতে হবে এবং তোমাদেরও এগুলো পরিহার করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষ যাতে এগুলো পরিহার করে এ জন্য তোমাদের এ বিষয়ে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

এ ছাড়াও তিনি ফাস্টফুড ও বিভিন্ন ড্রিংসের ক্ষতিকর দিক তুলে ধরে এগুলো বর্জন করারও আহ্বান জানান। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এবং সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইমিরেটাস অধ্যাপক এ কে আজাদ চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিপ্রবির ভিসি প্রফেসর ড. মো. হারুনার রশিদ স্বাগত বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর