বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ভোটের দিন বিএনপির নেতা-কর্মীরা কোথায় ছিলেন : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের আগের দিনও বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের সঙ্গে হাজার হাজার নেতা-কর্মী ছিলেন। কিন্তু নির্বাচনের দিন ভোটের মাঠে তারা  কেউই ছিলেন না। কাজেই এ বিষয়ে আমাদের প্রশ্ন, কোথায় ছিলেন আপনারা? গতকাল সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ প্রশ্ন তোলেন। তিনি আরও বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের ব্যর্থতা ঢাকতেই ভোটে কারচুপির অহেতুক অভিযোগ করছেন। হেরে গেলে অনেকেই অনেক কথা বলে থাকে। সব কথা শুনতে নেই। এর আগে গতকাল সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন দফতরপ্রধান এবং প্রকল্প পরিচালকদের নিয়ে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা ও নাগরিকসেবা প্রদান বিষয়ক সভায় অংশ নেন মন্ত্রী। সভার পর সাংবাদিক সাক্ষাতে ওবায়দুল কাদের শঙ্কা প্রকাশ করে বলেন, চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর পদ্মা সেতু প্রকল্পে কর্মরত যেসব চীনা কর্মী দেশে গেছেন, তাদের ছুটি প্রলম্বিত হলে প্রকল্পের অগ্রগতিতে সমস্যা হতে পারে। তবে উড়ালসড়ক, বাস র‌্যাপিড ট্রানজিট ও মেট্রোরেল প্রকল্পে চীনা নাগরিকরা কর্মরত এবং করোনাভাইরাস এসব প্রকল্পের অগ্রগতিতে কোনো প্রভাব ফেলবে না বলে জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর সব মিলিয়ে অগ্রগতি ৭৭ শতাংশ, মূল সেতু ৮৬ শতাংশ এবং এখন পর্যন্ত ২৩টি স্প্যান বসেছে। প্রকল্পে চীনা নাগরিকদের পরিসংখ্যান দিয়ে মন্ত্রী বলেন, এখানে চীনা নাগরিক বর্তমানে ৯৮০ জন কর্মরত। এর মধ্য থেকে বাইরে (ছুটিতে) আছেন ৩৩২। ইতিমধ্যে ছুটি থেকে ফিরে এসেছেন ৩৩ জন। ৩৩ জনের মধ্যে আটজন কোয়ারেন্টাইন মুক্ত, বাকিরা কোয়ারেন্টাইনে (পৃথক পর্যবেক্ষণ) আছে। যদি আগামী দুই মাসের মধ্যে এ অচলাবস্থার (করোনাভাইরাস) অবসান হয় তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের কাজ চলতে থাকবে যদি না এর মধ্যে ছুটি প্রলম্বিত হয়। তারা নববর্ষের ছুটিতে গেছে। দুই মাসের বেশি হলে কিছু সমস্যা হবে। আগামী ১০ তারিখে ২৪ নম্বর স্প্যান বসবে।  তিনি বলেন, পদ্মা সেতুর দুই প্রান্তে মাওয়া ও জাজিরা অ্যাপ্রোচ রোড সম্পূর্ণ হয়ে গেছে। এটি উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর সময় চাওয়া হয়েছে। উড়ালসেতু প্রকল্পে ফান্ড সমস্যা এখন আর নেই। প্রথম ফেইজের অগ্রগতি ৫৫ শতাংশ। এখানে চাইনিজ আছে ২০ জন, ছুটিতে আছে ১৮ জন এবং মোট কর্মরত ৩৮ জন। এখানে আপডেট হচ্ছে ছুটিতে থাকা চাইনিজদের জন্য কোনো অসুবিধা হচ্ছে না বা হবে না। বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পে ৭২ জন চীনার মধ্যে একজন ছুটিতে রয়েছেন। এখানে সেতু বিভাগের অংশে অগ্রগতি ২০ শতাংশ বলে জানান মন্ত্রী। মেট্রো রেল প্রকল্পের সার্বিক অগ্রগতি ৪২ শতাংশ জানিয়ে সেতুমন্ত্রী বলেন, উত্তরা থেকে আগারগাঁও ৬৮ শতাংশ এবং আগারগাঁও থেকে মতিঝিল অংশে কাজ ৩৬ শতাংশ হয়েছে। এখানে চীনা নাগরিক আছেন ৫৮ জন, চীনে গেছেন ৩১ জন। ফেরত এসেছেন একজন, তিনি কোয়ারেন্টাইনে আছেন। এখানে কোনো ইম্প্যাক্ট পড়বে না। সড়ক ও জনপথে যেসব ঠিকাদার সময়মতো কাজ শেষ করবে না এবং কাজ শুরু করতে গড়িমসি করবে তাদের কার্যাদেশ বাতিল করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।

সর্বশেষ খবর