বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ওষুধের অপব্যবহার বন্ধ করতে হবে

ওষুধের অপব্যবহার বন্ধ করতে হবে

ওষুধের অপব্যবহার বন্ধের আহ্বান জানিয়ে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের (ইউএপি) উপাচার্য জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী বলেছেন, দেশে মানুষের আয়ু বাড়ছে। এটি বড় অর্জন। অনেক ওষুধের অপব্যবহার হচ্ছে। এটি বন্ধ করতে না পারলে অর্জন ম্লান হয়ে যেতে পারে। গতকাল ঢাকার গ্রিনরোডে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে ফার্মা সায়েন্স ক্লাব আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য দেন ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান, ইউএপির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সি এম শফি সামি, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের নির্বাহী পরিচালক মো. মিজানুর রহমান, বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট এম মোছাদ্দেক হোসেন ও সেক্রেটারি মুহাম্মাদ মাহবুবুল হক, ফার্মেসি বিভাগের প্রধান অধ্যাপক ড. স্বর্ণালী ইসলাম খন্দকার প্রমুখ। ফার্মা ফেস্টের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অধ্যাপক ড. এম আর কবির বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ফেস্টে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৫ প্রতিযোগী অংশ নেয়। পোস্টার উপস্থাপনায় চ্যাম্পিয়ন হয় ইউএপি। নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় যথাক্রমে প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়।

সর্বশেষ খবর