শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

২৩৩ রানেই থামল বাংলাদেশ

রাওয়ালপিন্ডি টেস্ট

ক্রীড়া প্রতিবেদক

২৩৩ রানেই থামল বাংলাদেশ

মোহাম্মদ মিথুনের ৬৩ রানে সম্মানজনক স্কোর পেয়েছে বাংলাদেশ -এএফপি

ষোল বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট ম্যাচ খেলতে নেমে অল্পতেই আটকে গেল বাংলাদেশ। গতকাল টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে দিন শেষে ২৩৩ রান করে অলআউট হয় টাইগাররা। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে নেমে তামিম ইকবাল এবং সাইফ হাসানের উইকেট হারিয়ে বেশ বিপদেই পড়েছিল টাইগাররা। তবে বিপদটা সামলে নেন নাজমুল হোসেন শান্ত (৪৪) এবং অধিনায়ক মুমিনুল হক (৩০)। কিন্তু নিয়মিত উইকেটের পতনে বড় সংগ্রহের পথ বন্ধ হয়ে যায়। তবে বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে আলো ছড়িয়েছেন মোহাম্মদ মিথুন। তিনি ১৪০ বল খেলে ৬৩ রান সংগ্রহ করেছেন। ৭টি চার মারার পাশাপাশি ১টি ছক্কাও (ইনিংসের একমাত্র ছক্কা) হাঁকিয়েছেন মিথুন। এ ছাড়াও বাংলাদেশের পক্ষে লিটন দাস ৩৩, মাহমুদুল্লাহ ২৫, তাইজুল ২৪ রান করেন। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন শাহীন আফ্রিদি। এ ছাড়াও মোহাম্মদ আব্বাস ও হারিস সোহাইল ২টি করে উইকেট শিকার করেন। নাসিম শাহ একটি উইকেট নেন। ব্যাটসম্যানদের প্রাথমিক লড়াইটা শেষ হয়েছে। এবার লড়াইটা বোলারদের। পাকিস্তানের ব্যাটিং লাইন গুঁড়িয়ে অল্প রানে আটকাতে পারলেই কেবল রাওয়ালপিন্ডি টেস্টে সম্ভাবনা টিকে থাকবে টাইগারদের। দ্বিতীয় দিনে চ্যালেঞ্জটা বোলারদেরই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর