শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
খালেদার মুক্তি দাবিতে সমাবেশ

বিএনপি বলছে অনুমতি পেয়েছে পুলিশ জানে না

নিজস্ব প্রতিবেদক

কারাগারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুই বছর পূর্ণ হচ্ছে আজ। এ উপলক্ষে বিএনপি পূর্ব ঘোষণা অনুযায়ী নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ২টায় সমাবেশের ডাক দিয়েছে। বিএনপি বলেছে তারা অনুমতি পেয়েছে। তবে পুলিশ বলেছে, তারা জানে না। গতকাল ঢাকাসহ সারা দেশে বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া মাহফিল ও বেগম জিয়ার মুক্তি দাবি-সংবলিত লিফলেট বিতরণ করা হয়। এদিকে বিএনপিকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টও আজ বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রতিবাদ সভা করবে। এ কর্মসূচি প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা নির্বাচন (ঢাকা সিটি করপোরেশন) শেষ করেছি। এখন আন্দোলনের ধারা একটা নতুন রূপ নেবে। এই আন্দোলনের ধারা যে নতুন রূপ নেবে সেখানে আমাদের সাহসী ভূমিকা পালন করতে হবে। এ জন্যই সমাবেশের ডাক দেওয়া হয়েছে। বেগম জিয়ার মুক্তি যাতে শিগগিরই হয় এই সমাবেশ থেকে দেশে-বিদেশে বড় ধরনের একটা বার্তা আমরা দিতে চাই।’

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশের অনুমতি চেয়েছিল বিএনপি। দলটির পক্ষ থেকে মৌখিক অনুমতি পাওয়ার কথা জানানো হলেও পুলিশ বলছে, তারা এ বিষয়ে কিছু জানে না। সমাবেশের অনুমতি চেয়ে বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি দেয় বিএনপি। তাদের সঙ্গে দুই দফা বৈঠকও করেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ। এ প্রসঙ্গে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘আজ শুক্রবার দুপুরে ডিসি রমনা থেকে আমাকে ফোন করে অনুমতি দেওয়া হয়েছে। এ ছাড়া তারা ডিসি মতিঝিল ও থানা-পুলিশের সঙ্গে যোগাযোগ রাখতে বলেছে।’ তবে সমাবেশের অনুমতির বিষয়ে ডিএমপির মতিঝিল জোনের উপকমিশনার জামিল হাসান বলেন, ‘বিএনপি অনুমতি চেয়েছে। সে আবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে আমাদের এখনো কিছু জানানো হয়নি।’ সমাবেশে বাধা দেবে না পুলিশ : নয়াপল্টনে সমাবেশ করার পুলিশের অনুমতি পায়নি বিএনপি। তবে আনুষ্ঠানিক অনুমতি না দিলেও বিএনপির সমাবেশে কোনো ধরনের বাধা দেওয়া হবে না। পুলিশের একটি সূত্র এ তথ্য দিয়ে বলেছে, পুলিশ এখন ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে ব্যস্ত রয়েছে। যোগাযোগ করা হলে ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান গতকাল সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘সমাবেশ করার বিষয়ে বিএনপির আবেদন আমরা পেয়েছি। এখনো অনুমতি দেওয়া হয়নি। তবে তাদের আবেদনটি বিবেচনাধীন রয়েছে।’

সর্বশেষ খবর