শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

মোদির ঢাকা সফরে গুরুত্ব পাবে প্রতিরক্ষা ও বাণিজ্য

নয়াদিল্লি প্রতিনিধি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময়কার আলোচনায় প্রতিরক্ষা ও বাণিজ্য সহযোগিতার বিষয়টি গুরুত্ব পাবে। ভারতে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার মোহাম্মদ ইমরান গতকাল পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে সাউথ ব্লকে গিয়ে দেখা করার সময় শ্রিংলা এ কথা বলেন। তিনি জানান, মোদির সফরসূচি চূড়ান্ত করতে শিগগিরই তিনি ঢাকা সফর করবেন। তখন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী মোদি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে মার্চে ঢাকা যাবেন। পররাষ্ট্র সচিব শ্রিংলা একসময় ঢাকায় ভারতীয় হাইকমিশনার ছিলেন। তিনি বলেন, ‘ভারতের নিকটতম প্রতিবেশী হিসেবে ভারত সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বাপেক্ষা গুরুত্ব দেয়।’ তিনি বলেন, ‘উভয় দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক এমন উৎকর্ষে পৌঁছেছে যে, এরপর আরও উন্নীত হবে। বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য সহযোগিতা ও জনতার সঙ্গে জনতার সম্পর্ক আরও উন্নত হবে।’ শ্রিংলা বলেন, তিনি প্রধানমন্ত্রী মোদির সফরের জন্য শিগগিরই ঢাকা যাবেন যাতে ওই সফরের সময় উভয় দেশের সম্পর্ক পারস্পরিক সমৃদ্ধির পথে আরও নিবিড় হবে। বাংলাদেশের হাইকমিশনার উভয় দেশের সম্পর্ক উন্নত করার জন্য শ্রিংলার বিশেষ ভূমিকা নেওয়ার কথা উল্লেখ করেন। তিনি বলেন, শ্রিংলা হাইকমিশনার থাকাকালে বাংলাদেশিদের ভিসা দেওয়ার প্রক্রিয়া অনেক সরল করে জনতার সঙ্গে জনতার সম্পর্কের উন্নতি ঘটিয়েছেন। হর্ষবর্ধন শ্রিংলা ২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত ঢাকায় হাইকমিশনার ছিলেন। ঢাকা থেকে তিনি ওয়াশিংটনে রাষ্ট্রদূত হন। ভারতের পররাষ্ট্র সচিব হওয়া পর্যন্ত তিনি ওই পদে ছিলেন। গত ২৯ জানুয়ারি তিনি পররাষ্ট্র সচিব পদে যোগ দেন।

সর্বশেষ খবর