শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ইভিএম কেজি দরে বিক্রি করে দিন

নিজস্ব প্রতিবেদক

ইভিএম কেজি দরে বিক্রি করে দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ইসিকে উদ্দেশ করে বলেছেন, ‘আগে বলেছিলাম ইভিএম বঙ্গোপসাগরে ফেলে দিতে। এখন সেটা বলছি না। সাগরে ফেললে পরিবেশ দূষণ হতে পারে। তাই বলছি ইভিএম কেজি দরে স্টিল মিলে বিক্রি করে দিন। তাতে অন্তত অর্থনীতিতে কিছুটা হলেও ভূমিকা রাখবে।’ ‘সিটি নির্বাচনের অভিজ্ঞতা বনাম ভোটের অধিকার’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উদ্যোগে গতকাল জাতীয় প্রেস ক্লাবে এ আলোচনা সভা হয়। এতে আমীর খসরু আরও বলেন, ‘দেশ থেকে ভোট চুরির আরেকটি অস্ত্র ইভিএমের বিলুপ্তি ঘটাতে চাই। কারণ ইভিএম সম্পর্কে আর দেখার-বোঝার বাকি নেই। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের পর এটাই স্পষ্ট হয়েছে যে, নির্বাচন কমিশনের আর কোনো প্রয়োজন নেই। যে পদ্ধতিতে ভোট হচ্ছে তাতে তো এটা স্পষ্ট- ইসি নয়, নির্বাচন করছে প্রধানমন্ত্রীর কার্যালয়, ভোট করছে সরকারি কর্মচারীরা, ভোট করছে আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশ। তাহলে শুধু শুধু ইসির কী দরকার?’ অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।

সর্বশেষ খবর