রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ-ভারত

আজ শুধু জয়ের দিন

মেজবাহ্-উল-হক

আজ শুধু জয়ের দিন

ক্রিকেট বিশ্বকাপের ফেসবুক ও টুইটারের ফ্যানপেজের কাভারে সভা পাচ্ছে-সেই বিখ্যাত সেলফি! যেটি নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যাওয়ার পর আনন্দ মুহূর্তে তোলা হয়েছিল। টাইগারদের নিয়ে বাগাড়ম্বর দেখে মনে হওয়াই স্বাভাবিক, হয়তো আইসিসিও চাচ্ছে শিরোপা জিতুত বাংলাদেশ! নতুন চ্যাম্পিয়নকে পাবে ক্রিকেট বিশ্ব!

আজ দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে যুব বিশ্বকাপে স্বপ্নের ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে ভারতের। যুবা টাইগারদের প্রথম ফাইনাল হলেও ভারতের ষষ্ঠ, টানা তৃতীয়। এর আগে তারা ৬ বার ফাইনাল খেলে মোট ৪ বার চ্যাম্পিয়ন হয়েছে। বর্তমান চ্যাম্পিয়নও ভারত। এবারও দুর্দান্ত এক দল নিয়ে তারা দক্ষিণ আফ্রিকায়  গেছে। তবে এটা তো ঠিক যে, ভারতের যুব দল যদি ‘বুনো ওল’ হয়, বাংলাদেশের যুবারা নিঃসন্দেহে ‘বাঘা তেঁতুল’! কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর সেমিফাইনালে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে স্বপ্ন-দুয়ারে পা রেখেছে আকবর আলীর দল। ভারত শক্তিশালী দল হলেও তা নিয়ে কোনো রকম মাথাব্যথা নেই যুবা টাইগারদের। বরং চাপমুক্ত থেকে নিজেদের স্বাভাবিক খেলাটা প্রদর্শন করেই স্বপ্ন পূরণ করতে চায় বাংলাদেশ। টাইগার যুবাদের প্রধান শক্তি হচ্ছে তাদের অদম্য ‘মানসিকতা’! ফাইনাল নিয়ে মোটেও চিন্তিত নন তারা। ক্যাপ্টেন আকবরের কথাতেই তা পরিষ্কার, ‘ফাইনালকে অন্য ১০টা ম্যাচের মতোই স্বাভাবিক মনে করছি।’ শুধু মানসিকতায় নয়, মাঠের পারফরম্যান্সেও কিন্তু ভারতের চেয়ে পিছিয়ে নেই আকবরের বাংলাদেশ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন বিভাগেই দুর্দান্ত। শেষের ম্যাচেও নিজেদের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চান দলপতি। আকবর বলেন, ‘এটা আমাদের প্রথম ফাইনাল। খেলতে হবে ঠান্ডা মাথায়। ভারত শক্তিশালী দল। তাদের বিরুদ্ধে আমাদের সেরা খেলাটাই প্রদর্শন করতে হবে। তিন বিভাগেই জ্বলে উঠতে হবে।’ ফাইনালে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানানোর জন্য প্রস্তুত ভারতও। ভারতের অধিনায়ক প্রিয়াম গড়ও আকবরের মতো ঠান্ডা মাথায় থাকতে চান। তিনি বলেন, ‘ফাইনাল বিশেষ কিছু নয়। এমনটা মনে করা যাবে না। এটা অন্য একটি ম্যাচ। এমনটা ভেবেই খেলব।’ সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে হার না মানা ১০৫ রানের ইনিংস খেলা জয়স্বল বলেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে খেলেছি ফাইনালে একইভাবে খেলতে চাই।’ বাংলাদেশের সিনিয়র ক্রিকেটারদের কাছে ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভারত হচ্ছে এক মানসিক বাঁধা। এশিয়া কাপের ফাইনালে দুই দু’বার ভারতের বিরুদ্ধে হেরেছে জাতীয় দল। শ্রীলঙ্কার মাটিতে নিদাহাস ট্রফির ফাইনালেও ভারতের বিরুদ্ধে হার। তবে বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠে ভারতকে হারিয়েই শিরোপা জিতেছে। মেয়েদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়েই আজ উজ্জীবিত হতে পারে আকবররা। প্রথমবারের মতো ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে যুবারা নতুন ইতিহাস তো সৃষ্টি করেছেই, চ্যাম্পিয়ন হয়ে ক্রিকেট রূপকথা লিখুক বাংলার দামাল ছেলেরা- এমন প্রত্যাশা নিয়েই আজ প্রতীক্ষায় থাকবে বাংলাদেশ!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর