রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বাঙালি জাতি কখনোই স্বৈরতন্ত্র মেনে নেয়নি

নিজস্ব প্রতিবেদক

বাঙালি জাতি কখনোই স্বৈরতন্ত্র মেনে নেয়নি

দেশ পরিচালনায় ব্যর্থতার দায়ে সরকারকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন বলেছেন, জনগণকে বঞ্চিত করে কেউ স্বৈরতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারেনি। আজকে যারা স্বৈরশাসন চালিয়ে যাচ্ছেন, তাদের ইতিহাসের দিকে তাকিয়ে দেখা দরকার, বাঙালি জাতি কোনো সময়ই স্বৈরাচারকে মেনে নেয়নি। গতকাল দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্তি ও তাঁর মুক্তির দাবিতে এ প্রতিবাদ সভার আয়োজন করে সংগঠনটি। খালেদা জিয়ার মুক্তির জন্য সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গণফোরাম সভাপতি বলেন, আর সভা-সমাবেশ না করে এবার ঐক্যবদ্ধভাবে মাঠে নামুন। সরকার পদত্যাগ না করলে তাদের টেনে নামাতে হবে। ড. কামাল হোসেন বলেন, এটা অকল্পনীয় যে আজ দেশের বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দাবি জানাতে হবে। সভা করতে হবে। এটা অত্যন্ত দুঃখের বিষয়। তাই এখন আর এ ধরনের সভা নয়। ঐক্যবদ্ধ আন্দোলনকে সামনে রেখে মাঠে নামব। তিনি বলেন, সত্যিকার অর্থে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন করতে হবে। সেই সংসদে যারা সংখ্যাগরিষ্ঠ হবে, তারা দেশ পরিচালনা করবে। এখন যারা আছে, তাদের দেশ থেকে বের করে দিতে হবে। শুধু মুখে পদত্যাগ পদত্যাগ বললে হবে না। পদত্যাগ না করলে হাত ধরে টেনে রাস্তায় নামিয়ে দিতে হবে। কামাল হোসেন বলেন, স্বাধীনতা থেকে বঞ্চিত হলে দুর্নীতির শিকার হতে হয়। লুটপাটের শিকার হতে হয়, উন্নয়নের নামে লুটপাট হয়। এগুলো থেকে মুক্ত হতে হলে দেশের মালিককে মালিক হিসেবে দাঁড়াতে হবে। সত্যিকার অর্থে অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংসদ গঠন করতে হবে।  তিনি আরও বলেন, জনগণকে বঞ্চিত করে কেউ স্বৈরতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারেনি, অতীতে যারা চেষ্টা করেছে, তাদের ভয়াবহ পরিণতি হয়েছিল। আজকে যারা স্বৈরশাসন চালিয়ে যাচ্ছেন, তাদের ইতিহাসের দিকে তাকিয়ে দেখা দরকার, বাঙালি জাতি কোনো সময়েই স্বৈরাচারকে মেনে নেয়নি। জেএসডি সভাপতি আ স ম আবদুর রব প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তন করা না গেলে গণআন্দোলন, গণঅভ্যুত্থান গড়ে তুলতে হবে। তিনি বলেন, আমি বিএনপি করি না। কিন্তু গণতন্ত্রের স্বার্থে খালেদা জিয়ার মুক্তি জরুরি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বিএনপির শীর্ষ নেতাদের ওপর মামলা ও কারা নির্যাতনের কথা উল্লেখ করে বলেন, ক্ষমতায় থাকাকালে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে কখনই এমন আচরণ করেনি।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, এ সরকার থেকে মুক্তি চাইলে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, খালেদা জিয়াকে মুক্তি না দিলে আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করা ঠিক হবে না। ড. কামাল হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সুব্রত চৌধুরী, মোহসীন রশিদ খান, নুরুল আমীন, শহীদুল্লাহ কায়সার প্রমুখ।

সর্বশেষ খবর