শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
বঙ্গোপসাগরে ট্রলারডুবি

৯ রোহিঙ্গার লাশ হস্তান্তর, এখনো নিখোঁজ ৫০

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফের সেন্টমার্টিনের কাছে সাগরে মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে নয়জনের লাশ স্বজনদের কাছে গতকাল হস্তান্তর করা হয়েছে। অপর ছয়জনের পরিচয় শনাক্ত না হওয়ায় মরদেহগুলো মর্গে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওই ট্রলার ডুবির ঘটনায় অন্তত ৫০ জন এখনো নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা সাগরে তল্লাশি চালাচ্ছেন।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার জানান, পরিচয় শনাক্ত হওয়া ৯ রোহিঙ্গার লাশ বৃহস্পতিবার সকালে হস্তান্তর করা হয়। ওসি বলেন, সেন্টমার্টিনে সাগরে ট্রলার ডুবিতে উদ্ধার হওয়া ১৫ জনের লাশের ময়নাতদন্ত বুধবার কক্সবাজার সদর হাসপাতালে স¤পন্ন হয়েছে। পরে স্বজনরা ৯ জনের পরিচয় শনাক্ত করেন। পরিচয় শনাক্ত হওয়া ৯ জনই রোহিঙ্গা। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যা¤ন্ডেপর বাসিন্দা ছিলেন। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি। সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট নাঈম-উল হক জানান, বৃহ¯পতিবারও ট্রলারডুবিতে নিখোঁজদের সন্ধানে সাগরে তল্লাশি চলেছে। তিনি বলেন, ওই দুর্ঘটনায় ১৩৮ জনের মধ্যে এখনো ৫০ জন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে সাগরে কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থানীয় জেলেদেরও নিখোঁজদের সন্ধানে সহায়তা চাওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর