রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

কর্ণফুলীতে খোঁজ মেলেনি পিতা-পুত্রের

কাপ্তাই হ্রদে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির কর্ণফুলী নদীতে নৌকাডুবির ঘটনায় নিহত তিনজনের মধ্যে দুজনের লাশ পাওয়া যায়নি। তারা হলেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জের টুম্পা মজুমদার (৩০) ও তার শিশুপুত্র বিজয় মজুমদার (৫)। এদিকে রাঙামাটি কাপ্তাই হ্রদের ট্যুরিস্ট চলাচলে বোটগুলোতে লাইফ জ্যাকেটের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

গতকাল কাপ্তাই শহীদ মোয়াজ্জেম ঘাট নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের লাশ উদ্ধার করতে পারেনি। কাপ্তাই থানার তদন্ত কর্মকর্তা সফিউল আজাদ জানান, শুক্রবার দুপুরে শীলছড়ি কয়লার ঘাট এলাকায় ১৫০ জনের ট্যুরিস্ট বোট কর্ণফুলী নদীতে ডুবে যায়। এ সময় কর্ণফুলীর পানির স্রোতে তলিয়ে যান টুম্পা মজুমদার (৩০), তার শিশুপুত্র বিজয় মজুমদার (৫) ও দেবলীলা (১০)। এ সময় খবর পেয়ে কাপ্তাই শহীদ মোয়াজ্জেম ঘাটের নৌবাহিনীর ডুবুরি দল দেবলীলার লাশ উদ্ধার করতে সক্ষম হয়। তবে খুঁজে পায়নি টুম্পা ও বিজয়ের লাশ। রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ জানান, রাঙামাটিতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক ও নৌপথে নিরাপত্তামূলক বিশেষ সতর্কতা ঘোষণা করা হয়েছে। এ ছাড়া যারা লাইফ জ্যাকেট ছাড়া রাঙামাটি কাপ্তাই হ্রদে ইঞ্জিনচালিত বোর্ট চালাবে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর শাস্তি দেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর