রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বার্নি!

প্রতিদিন ডেস্ক

ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বার্নি!

চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচনী লড়াইয়ে ডেমোক্র্যাট মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে এগিয়ে রয়েছেন বার্নি স্যান্ডার্স। সম্প্রতি দলের মনোনয়ন লড়াইয়ে দ্বিতীয় অঙ্গরাজ্যে তিনি জয় পেয়েছেন। জনগণের মধ্যে তার জনপ্রিয়তা রয়েছে কিন্তু যুক্তরাষ্ট্রের কথা বাদ দিলেও তার দল ডেমোক্র্যাট পার্টি কি এমন বিলক্ষণ প্রার্থীকে মেনে নেবে? নিজের নির্বাচনী প্রচারণাকে একটি বিপ্লব বলে আখ্যায়িত করতে পছন্দ করেন স্যান্ডার্স। কিন্তু এখন তার নির্বাচনী প্রচারণা প্রায় রক কনসার্টের মতো রূপ নিয়েছে। ভ্যাম্পায়ার উইকেন্ড ও দ্য স্ট্রোকস-এর মতো ব্র্যান্ডগুলোর জন্য ভারমন্টের সিনেটর স্যান্ডার্স খুব পছন্দের নন। কিন্তু উভয় কোম্পানিই তার সাম্প্রতিক সমাবেশে পাশে এসে দাঁড়িয়েছে। প্রায় এক বছর ধরে টানা সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা, বিতর্কের মধ্য দিয়ে স্যান্ডার্সের প্রচারণা এখন নিরবচ্ছিন্ন কর্মসূচির মধ্যে প্রবেশ করতে যাচ্ছে। পুরো যুক্তরাষ্ট্রের এক ডজনের বেশি অঙ্গরাজ্যে একের পর এক চলবে তাদের প্রচারণা। মাত্র কয়েক দিন আগে হার্ট অ্যাটাকে চিকিৎসা করে প্রচারণায় যোগ দেওয়া এই প্রবীণ রাজনীতিবিদের জন্য এটিও একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। নিউইয়র্কের লং আইল্যান্ড থেকে ভ্রমণ করে নিউ হ্যাম্পশায়ারে স্যান্ডার্সের প্রচারণায় সহযোগিতা করতে এসেছে অ্যালেথা শ্যাপিরো। তিনি বলেন, বার্নি স্যান্ডার্সই একমাত্র প্রার্থী যিনি আমাদের সাহস যুগিয়েছেন বিশ্বাস করতে যে, আমরা যে শুধু দৃঢ়ভাবে বৈপ্লবিক পরিবর্তনের দাবি দৃঢ়ভাবে তুলতে পারি তা নয়, তা বাস্তবায়ন করাও খুব সম্ভব। জনগণ যদি ঐক্যবদ্ধ হয় তাহলে সত্যিকার অর্থেই আমরা জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে পারব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর