শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

তিন জেলায় বন্দুকযুদ্ধে চারজন নিহত

প্রতিদিন ডেস্ক

কুমিল্লা, নারায়ণগঞ্জ ও কক্সবাজারে পুলিশ ও র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে চারজন নিহত হয়েছেন। তাদের বিরুদ্ধে ডাকাতি ও মাদক বিক্রির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-পুলিশ সূত্র। প্রতিনিধিদের পাঠানো খবর-

কুমিল্লা : পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. ইমন (৪০) ও মো. জাহাঙ্গীর (২৮) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, ওই দুই ব্যক্তি ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে কুমিল্লার কোতোয়ালিসহ বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির আটটি মামলা রয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে কুমিল্লার আদর্শ উপজেলার বাঁশমঙ্গল লোহারপুল এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে। বন্দুকযুদ্ধে নিহত মো. ইমন কুমিল্লা আদর্শ সদর উপজেলার ভাটপাড়া এলাকার মৃত আক্তারুজ্জামানের ছেলে এবং মো. জাহাঙ্গীর একই উপজেলার আড়াইওরা এলাকার মৃত মিরু মিয়ার ছেলে। কুমিল্লা ডিবি পুলিশের উপ-পরিদর্শক পরিমল চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নারায়ণগঞ্জ : রূপগঞ্জে বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন; যাকে মাদক বিক্রেতা বলছে র‌্যাব। র‌্যাব-১ পূর্বাচল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আবদুল্লাহ আল  মেহেদী জানান, শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার কালনী এলাকায় র‌্যাবের চেকপোস্টে গোলাগুলির ওই ঘটনা ঘটে। নিহতের বয়স ৪০ বছর বলে র‌্যাব ধারণা করলেও তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি। কক্সবাজার : বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন; যিনি মাদক ও মানব পাচার মামলার আসামি বলে পুলিশের ভাষ্য। টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার দাশ জানান, শুক্রবার ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকায় মেরিন ড্রাইভ সড়কের পাশে গোলাগুলির এ ঘটনা ঘটে। নিহত মোজাহের আহমদ টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকার হাকিম আলীর ছেলে। পরিদর্শক প্রদীপ আরও বলেন, ‘মোজাহের একজন চিহ্নিত মাদক ও মানব পাচার চক্রের সদস্য। মাদক ও মানব পাচারে জড়িত অভিযোগে তার বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর