শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

পরাজয়ের বৃত্ত ভাঙার প্রত্যয় টাইগারদের

মেজবাহ্-উল-হক

সাদা পোশাকে টানা ছয় টেস্টে হেরেছে বাংলাদেশ। তার মধ্যে ৫টিতে ইনিংসে ব্যবধানে। শেষ ১০ ইনিংসে বাংলাদেশের নেই  কোনো ব্যাটসম্যানের সেঞ্চুরি। পরাজয়ের বৃত্ত ভাঙার লক্ষ্যে আজ জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশের কোনো না  কোনো ব্যাটসম্যান সেঞ্চুরিসহ ৩০০ রান করবেন বলেও কথা দিয়েছেন অধিনায়ক মুমিনুল হক। টাইগার ক্যাপ্টেন গতকাল বলেন, ‘অবশ্যই, জয়ের আশা করি। যে দলের বিপক্ষেই নামি সবসময় কিন্তু জেতার জন্যই নামি। আর এই ম্যাচটাও জেতার জন্যই নামব। অবশ্যই আশাবাদী, আশা না থাকলে তো হবে না। সঙ্গে বিশ্বাসও আছে। ইনশাল্লাহ কালকে (আজ) ভালো ক্রিকেট খেলব বলে আমরা আশাবাদী।’  টেস্ট ক্রিকেট হচ্ছে, খেলোয়াড়দের পরীক্ষাগার। সাদা  পোশাকে ভালো করতে হলে যেমন ক্রিকেটারদের পারফরম্যান্স জরুরি তেমনি অধিনায়কের বুদ্ধিমত্ত্বারও প্রয়োজন। কিন্তু মুমিনুল হক বাংলাদেশ দলের দায়িত্ব  নেওয়ার পর তিন ম্যাচেই, ইনিংস হার! তাই দলনেতা হিসেবে এখন অনেক পরিণত মুমিনুল। গতকাল নিজের মুখেই সে কথা জানালেন, ‘এখন অনেক ভালো। পরিবেশ বলেন বা অন্য কিছু আগের তুলনায় অনেক কমফোর্টেবল। আর জিনিসটা অনেক বেশি উপভোগ করতেছি।’ পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে দলের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম ছিলেন। তাই মিস্টার ডিপেন্ডেবলকে পেয়ে আত্মবিশ্বাস বেড়ে গেছে অধিনায়কের, ‘একটা দলে সিনিয়র ক্রিকেটার না থাকা মানে দুশ্চিন্তা থাকে। ওই হিসেবে চিন্তা করলে আমার কাছে মনে হয় মুশফিক ভাই আসছে, অধিনায়ক হিসেবে অনেক বেশি স্বস্তিদায়ক আমার জন্য। আমার আত্মবিশ্বাস বাড়ছে।’ ঘরের মাঠে সব শেষ টেস্টে আফগানিস্তানের বিরুদ্ধে কোনো পেসারকে খেলায়নি বাংলাদেশ। তবে এবার পরিকল্পনায় পরিবর্তন আসছে। আজকের একাদশে অন্তত দুই পেসারকে রাখবেন কোচ রাসেল ডমিঙ্গো। দেখা  যেতে পারে তিন পেসারও। ডমিঙ্গো বলেন, ‘আমি মনে করি, কমপক্ষে দুই পেসার খেলানো উচিত একাদশে। একজন পেসার থাকলে তা দলের জন্য ভালো কিছু হয় না। তবে তৃতীয় পেসার যদি একজন ব্যাটসম্যান হন সেটা অনেক ভালো, যিনি ৭ নম্বরে ব্যাট করতে পারবেন।  সেক্ষেত্রে আমাদের সাইফুদ্দিন আছেন। তিনি এখন পুরোপুরি সুস্থ। সঙ্গে দারুণ ব্যাটও করেন।’ কোচের কথাতেই পরিষ্কার, আজকের ম্যাচে স্পিন নির্ভর হচ্ছে না বাংলাদেশ দল! তা ছাড়া সকালে উইকেটে থাকে বেশ ময়েশ্চার। প্রথমে ফিল্ডিং নেওয়া দলের পেসাররাই হয়ে যাবেন ম্যাচের ‘এক্স ফ্যাক্টর’! নিষেধাজ্ঞার কারণে দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান নেই। ফর্মহীনতার কারণে বাদ পড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদও। কোচের কাছে বাংলাদেশের এই দলটা টেস্টে খুবই অনভিজ্ঞ। তাই সরাসরি জয়ের কথা না বলে, ভালো খেলার মন্ত্র ডোমিঙ্গোর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর