রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

আমিরাতে একজন বাংলাদেশি আক্রান্ত

করোনাভাইরাস ছড়িয়েছে ২৯ দেশে, মৃত্যু ২৩৬০

নিজস্ব প্রতিবেদক

সংযুক্ত আরব আমিরাতে একজন বাংলাদেশি নভেল করোনাভাইরাস দিয়ে সৃষ্ট কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। এ রোগে আক্রান্ত হয়ে আরও পাঁচ বাংলাদেশি সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে একজন আইসিইউতে রয়েছেন। এ ছাড়া কোয়ারেনটাইনে (পর্যবেক্ষণ) আছেন আরও পাঁচ বাংলাদেশি। এদিকে বাংলাদেশে করোনাভাইরাস নিয়ে কিছু অতি উৎসাহী ব্যক্তি বাড়াবাড়ি করছেন বলে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পর্যবেক্ষণে বলা হয়েছে। প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা নিয়মিত সংবাদ সম্মেলনে গতকাল বলেন, কভিড-১৯ নিয়ে গুজব ছড়ানোর চেষ্টা চলছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাসূত্রে জানা যায়, চীনের গন্ডি পেরিয়ে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস এ পর্যন্ত পৌঁছেছে বিশ্বের ২৬টি দেশে। কভিড-১৯ রোগে গতকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ৭৬৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২১ জন। মোট শনাক্তকৃত রোগীর মধ্যে চীনে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৫ হাজার ৫৬৯। আক্রান্ত রোগীর মধ্যে মোট মৃতের সংখ্যা ২ হাজার ২৪৭। চীনের পরে করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে দক্ষিণ কোরিয়ায়। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে তিন শ মানুষ, মৃতের সংখ্যা ২। সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৬ জন। ইতালিতে করোনাভাইরাস আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ভাইরাস ঠেকাতে ইতালি সরকার ১০টি শহর বন্ধ ঘোষণা করেছে। সংযুক্ত আরব আমিরাতে ৩৯ বছর বয়সী এক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আমিরাত নিউজ এজেন্সির খবরে এ তথ্য জানানো হয়েছে। আমিরাত নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, গত শুক্রবার একজন বাংলাদেশি ছাড়াও ফিলিপাইনের এক নাগরিক এ রোগে আক্রান্ত হয়েছেন। তবে দুজনের অবস্থা স্থিতিশীল। দুজনই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সব মিলিয়ে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১-এ। ইরান বলছে, করোনায় তাদের চার ব্যক্তি মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১৮ জন। ক্রুজ শিপযোগে এশিয়া সফরে মার্কিন নাগরিকদের নিরুৎসাহিত করা হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, এ নৌযান ভাইরাসটির বিস্তারে সহায়তা করছে। প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেস থেকে দেশে ফিরিয়ে নেওয়া কয়েকজন অস্ট্রেলীয় ও এক ইসরায়েলির দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।

কভিড-১৯ নিয়ে গুজব ছড়ানোর চেষ্টা হচ্ছে : মহাখালীর স্বাস্থ্য অধিদফতরে আইইডিসিআরের ব্রিফিংয়ে আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, চীনফেরত মানেই কভিড-১৯-এএ আক্রান্ত নয়। কভিড-১৯ নিয়ে নানা ধরনের গুজব ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। চীনফেরত ভাড়াটিয়াকে বাড়িওয়ালা বাসায় ঢুকতে দেননি- এমন ঘটনাও ঘটেছে। বেনাপোল কাস্টমস কমিশনারের ফেসবুকে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের স্ট্যাটাস দেওয়ার প্রসঙ্গে মীরজাদী সেব্রিনা বলেন, ‘আক্রান্ত সন্দেহে একজনের গোপন তথ্য এভাবে প্রকাশের ঘটনায় আমরা বিব্রত। ওনার (কাস্টমস কমিশনার) এ স্ট্যাটাসের ফলে ওই ব্যক্তিকে হেনস্তা হতে হয়েছে।’ মীরজাদী সেব্রিনা বলেন, এটি খুবই সিরিয়াস বিষয়। হালকাভাবে না নিয়ে দায়িত্বশীল আচরণ করতে হবে। দায়িত্বশীল পদে থেকে কারও এমন আচরণ কাম্য নয়। সচেতন করতে গিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না। এমন ঘটনা উপকার করতে গিয়ে পুরো কার্যক্রমে প্রভাব ফেলতে পারে।

করোনাভাইরাসের বিস্তার রোধ কঠিন হয়ে পড়েছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরোস আদহানোম গেবরিয়াসুস বলেছেন, আন্তর্জাতিকভাবে করোনাভাইরাস বিস্তার রোধের সুযোগ ছোট হয়ে আসছে। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ কোরিয়ায় ভাইরাসটি ব্যাপকভাবে ছড়িয়েছে। নতুন এই আতঙ্কের কথা জানিয়ে ভয়াবহ রোগটির বিস্তার রোধ কঠিন হয়ে পড়েছে বলে হুঁশিয়ার করেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল উহান সফরে যাওয়ার কথা রয়েছে।

সর্বশেষ খবর