সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
পতিতা ও মাদক ব্যবসা

যুব মহিলা লীগ থেকে বহিষ্কার পাপিয়া

নিজস্ব প্রতিবেদক

পতিতা ও মাদক ব্যবসায় জড়িত থাকায় র‌্যাবের হাতে গ্রেফতার নরসিংদী জেলা যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়াকে নিয়ে ব্রিবত সংগঠনের কেন্দ্রীয় হাইকমান্ড। অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকায় র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া এ নেত্রীকে গতকাল সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। যুব মহিলা লীগের কেন্দ্রীয় সভাপতি নাজমা আকতার        ও সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের গঠনতন্ত্রের ২২ (ক) উপধারা অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে আজীবন বহিষ্কার করা হলো। শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের সময় পাপিয়াসহ চারজনকে গ্রেফতার করে র‌্যাব-১। রাজনীতি ও সমাজসেবার আড়ালে অসহায় সুন্দরী তরুণীদের নিয়ে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজ ও অস্ত্র-মাদকসহ অনৈতিক কাজে জড়িত থাকার দায়ে তাকে গ্রেফতার করে র‌্যাব। নারী-সংক্রান্ত অপকর্ম ছাড়াও চাঁদাবাজি ও বিভিন্ন তদবির বাণিজ্যের সঙ্গে জড়িত পাপিয়া। এছাড়া নরসিংদী এলাকায় চাঁদাবাজির জন্য তার একটি ক্যাডার বাহিনী রয়েছে। স্বামীর সহযোগিতায় অবৈধ অস্ত্র, মাদক ও চাঁদাবাজির মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে তিনি নরসিংদী ও ঢাকায় একাধিক বিলাসবহুল বাড়ি-গাড়িসহ বিপুল পরিমাণ অর্থের মালিক হয়েছেন। গতকাল বিভিন্ন গণমাধ্যমে শামীমা নূর পাপিয়া র‌্যাবের হাতে গ্রেফতারের সংবাদ প্রকাশিত হলে তা টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর