শিরোনাম
সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

দেশে এখন মুখবদ্ধ পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক

দেশে এখন মুখবদ্ধ পরিস্থিতি

দেশে বর্তমানে ‘মুখবদ্ধ পরিস্থিতি’ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজ বাংলাদেশে মুখবদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এই পরিস্থিতি  থেকে  বেরিয়ে আসার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের মানুষের কথা শুনতে ও মানুষের চোখের ভাষা বুঝতে এই অবৈধ সরকারকে বাধ্য করতে হবে। গতকাল বেলা ২টায় উচ্চ আদালতে বেগম খালেদা জিয়ার জামিন শুনানির দুই ঘণ্টা আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তি দাবিতে এই মানববন্ধন হয়। বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে সত্যিকার গণতান্ত্রিক ব্যবস্থা চালু করার জন্য সরকারকে বাধ্য করতে হবে। এ সরকারের এই মুহূর্তে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নতুন নির্বাচনই এই রাজনৈতিক সংকট উত্তরণের একমাত্র সমাধান। সরকারকে বলব, অবিলম্বে পদত্যাগ করুন। নির্বাচন কমিশন পুনর্গঠন করুন। নিরপেক্ষ নির্বাচন দিন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের সংবিধান অনুযায়ী জামিন বেগম জিয়ার প্রাপ্য অধিকার। সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। এ ধরনের মামলায় সবাই জামিনে আছেন। তাদের মন্ত্রীরা যারা ছিলেন তারা জামিনে আছেন।

বেগম খালেদা জিয়া ন্যায়বিচার পাননি।

মুজিববর্ষে সরকারের উদ্যোগের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, আপনারা খুব উৎসব করে, অনেক ব্যয় করে মুজিববর্ষ পালন করছেন-সত্য কথা। অন্যদিকে গণতন্ত্রের মাতাকে আটক করে রেখেছেন। স্বাধীনতার ৫০ বছর পূর্তি করবেন, সেই ৫০ বছর পূর্তির সময়ে আজ ৩৫ লাখ লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা থাকবে, বেগম জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটক করে রেখে মুজিববর্ষ পালন করবেন! গতকাল আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদকে মিছিল করার সময় আক্রমণ করা হয়েছে। রিজভীসহ ৭-৮ জন আহত হয়েছেন। আমাদের সভা করার জায়গা দেওয়া হয় না। এটা কীসের আলামত? সংগঠনের সভাপতি আনোয়ার হোসেইনের সভাপতিত্বে প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শ্রমিক দলের সালাহ উদ্দিন সরকার, হুমায়ুন কবির খান প্রমুখ বক্তব্য দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর