শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন চায় ভারত

কূটনৈতিক প্রতিবেদক ও কক্সবাজার প্রতিনিধি

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন চায় ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ বলেছেন, ‘মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন চায় ভারত সরকার। তারা যাতে স্বদেশে ফিরে যেতে পারে সেজন্য সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছি আমরা। গতকাল দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প এক্স-৪ এ রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। এর আগে মিয়ানমারের রাখাইন রাজ্যের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা হিসেবে ত্রাণ সহায়তার ৫ম চালানে প্যাডেলযুক্ত এক হাজার সেলাই মেশিন, ৩২টি অফিস তাঁবু, ৩২টি উদ্ধার সরঞ্জাম, ৯৯টি ফ্যামিলি তাঁবু গতকাল বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে হস্তান্তর করেছে ভারতীয় হাইকমিশন। ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, প্রতিবেশী হিসেবে ভারত যে কোনো বাধা মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা করতে সদা প্রস্তুত। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত মানুষদের অস্থায়ীভাবে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের উদারতা ও মানবিক প্রচেষ্টার প্রশংসা করে ভারত। এই ত্রাণসামগ্রীগুলো বাংলাদেশের জনগণের মানবিক প্রচেষ্টায় সহায়তা করার দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতিকেই তুলে ধরে।

সর্বশেষ খবর