শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
জাসদের কাউন্সিলে ইনু

দুর্নীতিবাজ সিন্ডিকেট দমন করতে হবে

নিজস্ব প্রতিবেদক

দেশে সুশাসন প্রতিষ্ঠা ও জাতীয় উল্লম্ফনের জন্য যুদ্ধ ঘোষণা করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। জাতীয় উল্লম্ফনের লক্ষ্যে ৯টি রাজনৈতিক প্রস্তাব তুলে ধরে ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের এই নেতা বলেন, আইনের শাসন নিশ্চিত করে দুর্নীতির আসল বেগম ও সাহেবদের ধরতে হবে। জামায়াত-বিএনপিকে রাজনীতির মাঠ থেকে চিরতরে বিদায় করতে হবে। গণতন্ত্রের সুন্দর বাগান সাজাতে হলে বন্য শূকরগুলোকে খোঁয়াড়ে আটকে রাখতে হবে। সংবিধান পর্যালোচনা করে অসঙ্গতি ও গোঁজামিল দূর করতে হবে।

গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের জাতীয় কাউন্সিলে এসব কথা বলেন হাসানুল হক ইনু। তিনি উদ্বোধনী ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান, মনিরুল ইসলাম (মার্শাল মণি), আ স ম আবদুর রব, শাজাহান সিরাজ, শরীফ নুরুল আম্বিয়া ও শহীদ কর্নেল তাহের এবং কাজী আরেফ আহমেদসহ অন্যদের স্মরণ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার, স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতার, মোশাররফ হোসেন, অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, সহ-সভাপতি মো. শহীদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান শওকত, রোকনুজ্জামান রোকন, ওবায়দুর রহমান চুন্নু প্রমুখ। হাসানুল হক ইনু বলেন, জঙ্গি দমনের মতোই দুর্নীতিবাজ সিন্ডিকেট দমন করতে হবে। রাজনৈতিক শান্তির এই সময় দুর্নীতি ও লুটপাট বন্ধ করে আদর্শবাদের পুনর্জাগরণ সময়ের দাবিতে পরিণত হয়েছে। উদ্বোধনী অধিবেশনে সারা দেশ থেকে আগত কাউন্সিলরসহ প্রায় দেড় হাজার নেতা-কর্মী অংশ নেন। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাউন্সিল শুরু হয়। শোক প্রস্তাবে শ্রদ্ধা জানানো হয়- দল ও দেশবরেণ্য গুণীজনদের। হাসানুল হক ইনু বলেন, মানুষের প্রতি ঘৃণা ছড়ানোর রাজনীতিতে সারা দুনিয়ার মানুষ কাঁদছে। বিশ^ পরিস্থিতির মতো বাংলাদেশেও আদর্শের সংকট চলছে। সব মহৎ আদর্শকে নির্বাসনে পাঠানো হচ্ছে। তিনি বলেন, এ বছর জাসদ মুজিববর্ষ পালন করবে। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সামনে রেখে মুক্তিযুদ্ধের আদর্শ বিসর্জনের রাজনীতি এখনো আছে। বাঙালির ভাষা ও সংস্কৃতিকে অস্বীকার করা হয়। বাংলা নববর্ষ নিয়ে ফতোয়া দেওয়া হয়। নারীদের তেঁতুলের সঙ্গে তুলনা করা হয়। ধর্মের নামে ওয়াজে দি ত যুদ্ধাপরাধীদের পক্ষে সাফাই গাওয়া হয়। জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার সংবিধান সংশোধন কমিটি গঠন করার দাবি জানিয়ে বলেন, সমাজতন্ত্র ও সমাজতন্ত্রিক আন্দোলন পরিচালনায় দলের ভিতর আলোচনা ও পর্যালোচনা করতে হবে। ঐকমত্যে পৌঁছতে হবে। নেতা-কর্মীদের তৈরি হতে হবে। আমাদের পৌঁছতে হবে তরুণ প্রজন্মের কাছে সমাজ পরিবর্তনের ঝা-া নিয়ে। জাসদ স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, আগামী ২০২২ সালে জাসদ বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়াবে। আওয়ামী লীগে আতঙ্কে আছে। তাদের এখন দুরবস্থা চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর