শিরোনাম
শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, ৩৬ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের মহেষখালী ও টেকনাফে পৃথক অভিযান চালিয়ে  সাগরপথে মালয়েশিয়াগামী ৩৬ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এ সময় মহেষখালী থেকে এক দালালকেও আটক করা হয়।

মহেষখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবাস চন্দ্র ধর জানান, বৃহস্পতিবার রাতে মহেষখালীর ঘোরকঘাটা ও মহেষখালী চ্যানেলে অভিযান চালিয়ে ১৬ জন রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করা হয়। তারা সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এ সময় এক দালালকেও আটক করা হয়।

অন্যদিকে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার ভোর পর্যন্ত টেকনাফের উপকূলীয় বাহারছড়া এলাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ রোহিঙ্গা নারী-পুরুষ শিশুকে আটক করে পুলিশ। বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিয়াকত  আলী জানান, আটককৃতরা উখিয়া টেকনাফের বেশ কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তাদেরকে নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর