শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

সহিংসতা ভারতের অভ্যন্তরীণ সমস্যা

-------- ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা বন্ধুরাষ্ট্র ভারতকে বাদ দিয়ে মুজিববর্ষ উদযাপন করতে পারি না। গতকাল রাজধানীর হাতিরপুলে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, প্রতিবেশী ভারতের দিল্লিতে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ঘিরে সহিংসতা চলছে। এটা ভারতের অভ্যন্তরীণ সমস্যা হলেও  প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে পাশের ঘরে আঁচ লাগে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো। আমরা আহ্বান জানাই আলাপ-আলোচনা করে এই অভ্যন্তরীণ সমস্যা সমাধান করার। মুক্তিযুদ্ধের সময় রক্তের অক্ষরে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, সেটা বিসর্জন দিতে পারি না। ড. মো. আবদুল ওয়াদুদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিম লীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি রুহুল আমিন, আইনজীবী নেতা মমতাজ উদ্দিন মেহেদী প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর